আইপিএলে দক্ষিণী ডার্বি জিততে চেন্নাই সুপার কিংসের সামনে ১৭২ রানের টার্গেট রাখল সানরাইজার্স হায়দরাবাদ। টস জিতে ব্যাট করতে নেমে ডেভিড ওয়ার্নার ও মণীশ পাণ্ডের অর্ধশতরানে ভর করে ৩ উইকেটে ১৭১ রান করল সানরাইজার্স। বিরাট সিংয়ের জায়গায় মণীশ পাণ্ডে প্রথম একাদশে ফিরতেই অন্য চেহারায় দেখা গেল সানরাইজার্স হায়দরাবাদের টপ অর্ডারকে।
(ছবি- বিসিসিআই/আইপিএল)
এদিন জনি বেয়ারস্টো ব্যর্থ হলেও সানরাইজার্স লড়াইয়ের জায়গায় রইল ওয়ার্নার ও পাণ্ডের অর্ধশতরান এবং শেষে কেন উইলিয়ামসন ও কেদার যাদবের ঝোড়ো ব্যাটিংয়ের সুবাদে। শূন্য রানে দীপক চাহারের বলে ক্যাচ দিয়ে জীবন পেলেও পাঁচ বলে সাতের বেশি করতে পারেননি জনি বেয়ারস্টো। তাঁকে ইংল্যান্ড দলেরই সতীর্থ স্যাম কারান আউট করেন। এরপর দলকে শক্ত ভিতের উপর দাঁড় করায় ডেভিড ওয়ার্নার ও মণীশ পাণ্ডের পার্টনারশিপ। ১৮ ওভারে তাঁদের দুজনকেই ফেরান লুঙ্গি এনগিডি। ততক্ষণে দুজনেই অর্ধশতরান পূর্ণ করেছেন।
(ছবি- বিসিসিআই/আইপিএল)
মণীশ পাণ্ডে দলে এসেই নিজের দেড়শোতম আইপিএল ম্যাচে এদিন ওয়ার্নারের আগে অর্ধশতরান পূর্ণ করেন। এদিন তিনটি নজির গড়লেন ডেভিড ওয়ার্নার। আইপিএলে অর্ধশতরানের হাফ সেঞ্চুরি করেন সানরাইজার্স অধিনায়ক। তার আগে ক্রিস গেইল, কারয়ন পোলার্ড, শোয়েব মালিকের পর চতুর্থ ব্যাটসম্যান হিসেবে টি ২০-তে দশ হাজার রান পূর্ণ করেন ওয়ার্নার। আইপিএলে ২০০তম ছক্কাও তিনি মারলেন এদিনের ম্যাচেই। আইপিএলে ২০০তম ছক্কা মারলেন অষ্টম ব্যাটসম্যান হিসেবে। আইপিএলে তাঁর ছক্কার সংখ্যা ২০১।
পাঁচটি চার ও একটি ছয়ের সাহায্যে ৪৬ বলে ৬১ রান করেন মণীশ পাণ্ডে। তিনটি চার ও দুটি ছক্কার সাহায্যে ৫৫ বলে ৫৭ রান করেন ডেভিড ওয়ার্নার। তাঁদের জুটিতে ওঠে ১০৬ রান। অষ্টাদশ ওভারে এনগিডি প্রথম বলে ফেরান ওয়ার্নারকে, পঞ্চম বলে আউট হন মণীশ। তা সত্ত্বেও শেষ তিন ওভারে ৪৪ রান সানরাইজার্স তুলল কেন উইলিয়ামসন ও কেদার যাদবের ঝোড়ো ব্যাটিংয়ে।
(ছবি- বিসিসিআই/আইপিএল)
চারটি চার ও একটি ছক্কার সাহায্যে ১০ বলে ২৬ করে অপরাজিত থাকেন কেন উইলিয়ামসন। কেদার যাদব ৪ বলে ১২ রান করে অপরাজিত থাকেন শেষ বলে ছক্কা মেরে। ১৯তম ওভারে শার্দুল ঠাকুর ২০ রান দেন। চার ওভারে ৩৫ রান দিয়ে ২ উইকেট নেন এনগিডি। চার ওভারে ৩০ রান দিয়ে একটি উইকেট নেন কারান।
চেন্নাই সুপার কিংস: ফাফ দু প্লেসি, ঋতুরাজ গায়কোয়াড়, সুরেশ রায়না, অম্বাতি রায়ুডু, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), স্যাম কারান, মঈন আলি, শার্দুল ঠাকুর, লুঙ্গি এনগিডি, দীপক চাহার।
সানরাইজার্স হায়দরাবাদ: ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), জনি বেয়ারস্টো (উইকেটকিপার), কেন উইলিয়ামসন, মণীশ পাণ্ডে, বিজয় শঙ্কর, কেদার যাদব, রশিদ খান, জগদীশা সুচিথ, সন্দীপ শর্মা, খলিল আহমেদ, সিদ্ধার্থ কৌল।