আজ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নামছে চেন্নাই সুপার কিংস। দিল্লিতে দুটি দলই আটটি করে ম্যাচ খেলে ৬টিতে জিতেছে। আইপিএলে দুই দল পরস্পর নিজেদের মুখোমুখি হয়েছে ১৪ বার। ১০টি ম্যাচেই জিতেছে সিএসকে। সানরাইজার্স চারটিতে। গত বছর আইপিএলে প্রথম সাক্ষাতে হায়দরাবাদ জিতলেও ফিরতি ম্যাচ সিএসকে জিতেছিল। আজকের ম্যাচেও ধোনিরাই এগিয়ে শুরু করবেন। সিএসকে যেখানে টানা চারটি ম্যাচ জিতেছে, সেখানে শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের কাছে সুপার ওভারে হেরেছে সানরাইজার্স।