করোনার জেরে একাধিক রাজ্যে কার্যত করুণ পরিস্থিতি। এদিকে এরই মাঝে উত্তরপ্রদেশ থেকে কর্ণাটকের মতো রাজ্যে করোনার জেরে পরিস্থিতি অত্যন্ত ভয়ানক। গত ২৪ ঘণ্টায় করোনার জেরে দেশে ৩.৬ লাখ করোনা আক্রান্তের খবর এসেছে।
এরই মাঝে করোনার জেরে উত্তরপ্রদেশ আজ দেখেছে একদিনে সবচেয়ে বেশি করোনার জেরে মৃতের সংখ্যা। অন্যদিকে কর্ণাটক একদিনে আজ সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা দেখা গিয়েছে। গত ২৪ ঘণ্টায় কর্ণাটকে ৩৯,০৪৭ জন আক্রান্ত হন। উত্তরপ্রদেশে গত ২৪ ঘণ্টায় ২৯,৭৫১ জন আক্রান্ত হয়েছেন নতুন করে। প্রসঙ্গত, উত্তর প্রদেশ গত কয়েকদিন ধরে ৩০ হাজারের ঘরে আক্রান্তের সংখ্যায় দাঁড়িয়ে ছিল। সেখান থেকে খানিকটা নেমেছে এই প্রদেশের আক্রান্তের সংখ্যা। এখানের শেষ ২৪ ঘণ্টায় সুস্থতার সংখ্যা ৩৫,৯০৩ জন।
কর্ণাটকে সুস্থতার সংখ্যা গত ২৪ ঘণ্টায় ১১,৮৩৩ জন। মৃতের সংখ্যা নতুন করে ২২৯ জন। কেরলে গত ২৪ ঘণ্টায় লাগামছাড়া হয়েছে করোনা আক্রান্তের সংখ্যা। শেষ ২৪ ঘণ্টায় সেখানে ৩৫,০১৩ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ১৫,৫০৫ জন। তবে মৃতের সংখ্যার বিচারে কেরলের হার একটু উন্নত। সেখানে শেষ ২৪ ঘণ্টায় ৪১ জনের মৃত্যু হয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩,৬০,৯৬০ জন। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে মারা গিয়েছেন ৩২৯৩ জন। দেশে করোনা সংক্রমণে মোট মৃত্যু বেড়ে হয়েছে ২,০১, ১৮৭ জন। বাড়ছে সুস্থতার সংখ্যাও গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণ কাটিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ২,৬১,১৬২ জন।