আগরতলা : করোনায় কাঁপছে দেশ। ক্রমবর্ধমান সংক্রমণের গ্রাফচিত্র। সে সবকে থোড়াই কেয়ার। রীতিমতো নাইট কার্ফু চলাকালীন বেশ জাঁকজমক করে আয়োজন করা হয়েছিল বিয়ের অনুষ্ঠানের। করোনা পরিস্থিতিকে বুড়ো আঙুল দেখিয়ে চলছিল বিয়ে বাড়ির শেষপর্বের খাওয়া দাওয়া।

কিন্তু শেষরক্ষা হল না। জেলা প্রশাসনের কাছে ধরা পড়ে শেষপর্যন্ত শ্রীঘরে ঠাঁই হল বিয়ের পুরোহিত, বর ও কনের দাদার। দেশজোড়া করোনা আবহে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ত্রিপুরাতে। যেখানে রাত ১০ টার পর জারি রয়েছে নাইট কার্ফু। সেখানে নিয়ম লঙ্ঘন করে রীতিমতো দুটি বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছিল। খবর পেয়েই সেখানে ছুটে যান পশ্চিম ত্রিপুরার জেলা শাসক শৈলেশ যাদব।

জানা গিয়েছে, নাইট কার্ফু অমান্য করায় অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।ওই বিয়েবাড়ি থেকে মোট ৩১ জন ব্যক্তিকে আটক করা হয়েছে। আর যাদের আটক করা হয়েছে তাঁরা প্রত্যেকেই শিক্ষিত বলে মনে করা হচ্ছে। তারপরও এই পরিস্থিতিতে কী করে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করল তা জেনে হতবাক জেলা শাসক।

অন্যদিকে, কোনওভাবেই রাশ টানা যাচ্ছে না সংক্রমণে। মঙ্গলবারের রিপোর্ট অনুযায়ী করোনা সংক্রমণ কিছুটা কমলেও বুধবারের রিপোর্টে কিন্তু সংক্রমণ অনেকটাই বাড়ল। দেশে গত ২৪ ঘণ্টায় ৩ লক্ষ ৬০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩ হাজার। এই নিয়ে মৃতের সংখ্যা ২ লক্ষের সীমা অতিক্রম করল।

স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৬০ হাজার ৯৬০ জন। মৃত্যু হয়েছে ৩ হাজার ২৯৩ জনের। এই নিয়ে এখনও পর্যন্ত দেশে ১ কোটি ৭৯ লক্ষ ৯৭ হাজার ২৬৭ জন করোনায় আক্রান্ত হলেন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ১ হাজার ১৮৭ জনে। অ্য়াক্টিভ মামলার সংখ্যা ২৯ লক্ষ ৭৮ হাজার ৭০৯। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ২ লক্ষ ৬১ হাজার ১৬২ জন। এখনও পর্যন্ত মোট সুস্থতার সংখ্যা ১ কোটি ৪৮ লক্ষ ১৭ হাজার ৩৭১। করোনাকে ঠেকাতে দেশজুড়ে শুরু হয়েছে টিকাকরণ প্রক্রিয়া। এখনও পর্যন্ত ভ্যাকসিন দেওয়া হয়েছে দেশের ১৪ কোটি ৭৮ লক্ষ ২৭ হাজার ৩৬৭ জনকে।

করোনা রীতিমতো থাবা বসিয়েছে দেশে। প্রায় সর্বত্র দেখা গিয়েছে অক্সিজেন সংকট। ইতিমধ্য়েই দিল্লিতে অক্সিজেনের অভাবে প্রাণ গিয়েছে ২৫ জনের। সর্বত্র অক্সিজেন পৌঁছে দিতে কেন্দ্রের তরফে চালু করা হয়েছে অক্সিজেন এক্সপ্রেস। রেলমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, “করোনা রোগীদের জন্য ছত্তিশগড়ের রায়গড় থেকে অক্সিজেন দিল্লিতে এসে পৌঁছেছে। করোনার বিরুদ্ধে যুদ্ধে দেশজুড়ে এই প্রাণদায়ী অক্সিজেন পৌঁছে দিতে চেষ্টার কোনও কসুর করছে না ভারতীয় রেল।” দিল্লি সরকার এই অক্সিজেন বিভিন্ন হাসপাতালে পাঠিয়ে দেবে। হাসপাতালগুলিতে অক্সিজেন পৌঁছনোর জন্য দিল্লি সরকার ট্যাঙ্কারের ব্যবস্থা করেছে।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.