'ফিরবে নিজের দায়িত্বে', স্মিথ-ওয়ার্নারদের উদ্দেশে মরিসন বার্তায় তপ্ত আইপিএল

করোনা ভাইরাসের ব্যাপক আবহে ভারতের সঙ্গে বিমান যোগাযোগ ছিন্ন করেছে অস্ট্রেলিয়া। এই অবস্থায় আইপিএল খেলতে আসা অস্ট্রেলিয় ক্রিকেটাররা কীভাবে দেশে ফিরবেন, তা বলে দিলেন সেখানকার প্রধানমন্ত্রী স্কট মরিসন। যা শুনে স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নারদের রাতের ঘুম উড়তে বাধ্য। কী এমন বলেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী।

আইপিএল ছাড়বে না আর কোনও অস্ট্রেলিয় ক্রিকেটার, লড়াই হবে শেষতক?

স্কট মরিসন উবাচ

আইপিএল খেলতে ভারতে আসা যাওয়া তাঁর দেশের ক্রিকেটাররা অস্ট্রেলিয় সফরের আওতায় পড়েন না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী স্কট মরিসন। তাঁর কথায়, স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নাররা নিজেদের দায়িত্বে আইপিএল খেলতে এসেছেন, তাই তাঁদের দেশে ফেরার বন্দোবস্তও নিজেদেরই করতে হবে। এ ব্যাপারে অস্ট্রেলিয় সরকার কোনও সাহায্য করতে পারবে না বলেও জানিয়ে দিয়েছেন মরিসন।

আইপিএল অংশ নেওয়া অস্ট্রেলিয় ক্রিকেটার

চলতি আইপিএলের আট দলের সঙ্গে ১৭ জন অস্ট্রেলিয় ক্রিকেটারের জুড়ে থাকার কথা। তাঁদের মধ্যে তিন জন আইপিএল না খেলার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। অস্ট্রেলিয়ার অবশিষ্ট ১৪ জন ক্রিকেটার, ১১ জন কোচ, ৪ জন ধারাভাষ্যকার, দুই জন আম্পায়ার, পাঁচ সার্পোট স্টাফ চাইলেও এখনই দেশে ফিরতে পারবেন না। ১৫ মে পর্যন্ত ভারতের সঙ্গে বিমান যোগাযোগ ছিন্ন করেছে অস্ট্রেলিয়া। অর্থাৎ এই সময়ের মধ্যে কেউ চাইলেও ভারত ছেড়ে অস্ট্রেলিয়া যেতে পারবেন না। অস্ট্রেলিয়া থেকে ভারতমুখী উড়ানেও নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সেই প্রধানমন্ত্রী স্কট মরিসনের বক্তব্য যে অস্ট্রেলিয় ক্রিকেটারদের স্নায়ুর চাপ বাড়াবে,তা বলা যায়।

সরেছেন কোন কোন ক্রিকেটার

করোনা ভাইরাসের কারণে এখনও পর্যন্ত চার জন বিদেশি ক্রিকেটার আইপিএল না খেলার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। তাঁদের মধ্যে তিন জন অস্ট্রেলিয়। রাজস্থান রয়্যালসের অ্যান্ড্রু টাই এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কেন রিচার্ডসন ও অ্যাডাম জাম্পার নাম তাতে অন্তর্ভূক্ত।

কী বলেছেন ক্রিস লিন

ভারতে বাড়তে থাকা করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে আইপিএল খেলতে আসা অস্ট্রেলিয় ক্রিকেটারদের জন্য চাটার্ড বিমানের ব্যবস্থা করার জন্য দেশের কাছে আবেদন করেছিলেন ক্রিস লিন। সেই আবেদন যে নাকচ হয়ে গিয়েছে, তা অনায়াসে বলা যায়।

আটকে পড়েছেন দুই

যে করোনা ভাইরাসের আতঙ্কে ভারত ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন অ্যাডাম জাম্পা ও কেন রিচার্ডসন, সেই অতিমারীর চারণক্ষেত্র মুম্বইতেই তাঁদের আপাতত থেকে যেতে হবে বলে এক সূত্রের তরফে জানানো হয়েছে। কোভিড ১৯-এর নতুন স্রোতে বিপর্যস্ত ভারতমুখী এবং ভারত থেকে বেরোনো সব সরাসরি উড়ান বাতিল করে দিয়েছে অস্ট্রেলিয়া। আর সে কারণেই দুই অজি ক্রিকেটারের সামনে ভারত থেকে বেরোনোর রাস্তা বন্ধ হয়ে গিয়েছে বলে খবর।

বিসিসিআইয়ের আশ্বাস

করোনা ভাইরাসের আবহে আইপিএল সুষ্টুভাবে এবং সম্পূর্ণ কলেবরে শেষ করার আশায় এবার আসরে নেমেছেন টুর্নামেন্টের চিফ অপারেটিং অফিসার বা সিওও হেমাঙ্গ আমিন। আট দলের সব ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের তিনি আলাদা করে চিঠি লিখেছেন বলে সূত্র মারফত জানানো হয়েছে। সেই চিঠিতে নাকি আমিনের তরফে জানানো হয়েছে যে আইপিএল পর্যন্ত নয়, ক্রিকেটারদের বাড়ি পৌঁছনো পর্যন্ত করোনা ভাইরাসের কবল থেকে তাঁদের দূরে রাখার দায়িত্ব নেবে বিসিসিআই।