আগামী অক্টোবরে ভারতে টি২০ বিশ্বকাপ
চলতি বছরের অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে ভারতে টি২০ বিশ্বকাপের আসর বসার কথা। ৯টি শহরে হওয়ার কথা টুর্নামেন্ট। করোনা ভাইরাসকে ঘিরে অনিশ্চয়তার কথা মাথায় রেখেই এই বিশ্বকাপ শুরুর দিন এখনও ঠিক করেনি আইসিসি। উল্লেখ্য ২০২০ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা টি২০ বিশ্বকাপ। অতিমারীর কারণ সেই টুর্নামেন্ট দুই বছরের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে। ঠিক হয়েছে ২০২২ সালে হবে ওই ইভেন্ট। তার আগে ভারতে ২০২১ সালের টি২০ বিশ্বকাপের আসর বসানো যায় কীভাবে, তা নিয়ে চিন্তা শুরু করেছে আইসিসি।
ভারতে আদৌ হবে কি?
ভারতে করোনা ভাইরাসের প্রভাব যে হারে বাড়ছে, তাতে আতঙ্কিত হয়ে চলতি আইপিএল না খেলার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন একাধিক দেশি ও বিদেশি ক্রিকেটার। পরিস্থিতি নিয়ে চিন্তিত আইসিসি। এহেন পরিস্থিতি আগামী অক্টোবরে ভারতে টি২০ বিশ্বকাপের আসর বসানো নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিকল্প আয়োজক দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরশাহীকে নিয়ে আলোচনা শুরু হয়েছে বলে এক সূত্র মারফত জানা গিয়েছে।
পথ দেখিয়েছে ভারত
করোনা ভাইরাসের ব্যাপক প্রভাবের মধ্যে ২০২০ সালের আইপিএল সংযুক্ত আরব আমিরশাহীতে আয়োজন করেছিল বিসিসিআই। ঝঞ্ঝাটমুক্ত ভাবে ওই টুর্নামেন্ট করে দেখিয়ে বিশ্বে তাক লাগিয়ে দিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায় শিবির। সম্ভবত সেখান থেকে অনুপ্রেরণা নিয়েই আইসিসি আরবেই ২০২১ সালের টি২০ বিশ্বকাপের আসর বসানোর ভাবনাচিন্তা শুরু করেছে বলে খবর।
ভারতে করোনা পরিস্থিতির অবনতি
ভারতে ইতিমধ্যে প্রায় ১ কোটি ৭৫ লক্ষ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন ১ লক্ষ ৯৫ হাজারেরও বেশি মানুষ। বর্তমানে দেশে প্রতিদিন সাড়ে তিন লক্ষেরও বেশি মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন। ভারতে কোভিড ১৯-এ দৈনিক মৃত্যুর সংখ্যা প্রায় তিন হাজার ছুঁয়ে ফেলেছে। এহেন পরিস্থিতিতে ভারতের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দেশগুলি। এরপরেই ভারতে টি২০ বিশ্বকাপ আয়োজন নিয়ে বিকল্প ভাবনা শুরু করেছে আইসিসি।