একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ১৬৪০৩ জন। মোট আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত ছিল ৭ লক্ষ ৫৯ হাজার ৯৪২ জন। এদিন ১৬৪০৩ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লক্ষ ৭৬ হাজার ৩৪৫ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১১০৮২। এদিন মৃত্যু হয়েছে ৭৩ জনের।
মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান
রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ৭ লক্ষ ৭৬ হাজার ৩৪৫ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ১ লক্ষ ৬১৫ জন। এদিন ৫৬৬৬ জন বাড়ল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ১৬৪০৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ১০৬৬৪ জন। মোট করোনা মুক্ত হলেন ৬ লক্ষ ৬৪ হাজার ৬৪৮ জন। সুস্থতার রেট হয়েছে ৮৫.৬১ শতাংশ।
করোনা টেস্টিং
করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ১ কোটি ২ লক্ষ ৭০ হাজার ৬৪৫ জনের। ১১২টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ১১৪১১৮। এদিন টেস্টিং হয়েছে ৫৫২৮৭ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে করোনা সক্রিয়ের হার ৭.৫৬ শতাংশ।
সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়
আক্রান্তের হার কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় এখনও একটু উদ্বেগজনক। কলকাতায় করোনা আক্রান্ত ১৭৯৮১১। এদিন ৩৭০৮ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ১৬৬০৭৮ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৩৪৫১ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ৯১৯ জন বেড়ে হয়েছে ৪৯৪১৮। হাওড়ায় আক্রান্ত ৪৮৩১৭। এদিন আক্রান্ত হয়েছেন ৯৩৯ জন। হুগলিতে ৮৪৩ জন বেড়ে আক্রান্ত ৩৯১৭১ জন।