মর্মান্তিক! অ্যাম্বুলেন্স না পেয়ে করোনায় মৃতের দেহ বাইকে করে শশ্মানে নিয়ে গেল পরিবার

বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। দিকে দিকে অক্সিজেনের জন্য হাহাকার করছে মানুষ। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে মর্মান্তিক ছবি ধরা পড়ল অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামে। করোনায় মৃত্যু হয়েছে জানার পরেও কেউ এলেন না দেহ নিতে। শেষে অ্যাম্বুলেন্স না পেয়ে পরিবারের লোকেরা নিজেরাই বাইকে করে মৃতের দেহ বয়ে নিয়ে নিগেন শশ্মানে।

বেশ কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন মহিলা। চিকিৎসকের পরামর্শে কোভিড পরীক্ষা করাতে দিয়েছিলেন। কিন্তু সেই রিপোর্ট আসার আগেই মারা যান তিনি। সোমবার রাতেই অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার মন্ডসা মণ্ডল গ্রামের বাসিন্দা মহিলাকে। হাসপাতালেই মারা যান তিনি। তারপরে তাঁর রিপোর্ট হাতে আসে পরিবারের। মহিলার শেষকৃত্যের জন্য শশ্মানে নিয়ে যেতে অ্যাম্বুলেন্স খুঁজছিল পরিবার। কিন্তু কোথাও কোনও অ্যাম্বুেলন্স তাঁরা পাননি। শেষে বাধ্য হয়েই মোটর বাইকে দেহ চাপিয়ে শশ্মানে নিয়ে যাওয়া হয়।

যোগীরাজ্য উত্তরপ্রদেশে অক্সিজেন না পেয়ে মমতার বাংলায় ছুটে এলেন দম্পতি, অযোধ্যা থেকে চুঁচুড়ায় আসতেই যা ঘটল

এই ভয়ঙ্কর মর্মান্তিক ঘটনা একের পর এক ঘটেই চলেছে দেশে। করোনা সংক্রমণের প্রবল ধাক্কায় বিপর্যস্ত গোটা দেশ। প্রতিদিন হাজার হাজার মানুষ। করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। একের পর এক করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে দেশে। পরিস্থিতি সামাল দিতে রীতিমতো হিমসিম খেতে হচ্ছে কেন্দ্রকে। অক্সিজেনের চাহিদা চরমে পৌঁছে গিয়েছে। মামুষ অক্সিজেন না পেয়ে ঘরেই ছটফট করতে করতে মারা যাচ্ছেন। দিল্লি, হরিয়ানা সহ একাধিক রাজ্যে হাসপাতালে অক্সিজেনের অভাবে প্রায় ৪০ থেকে ৫০ জন রোগী মারা গিয়েছে. এমনই পরিস্থিত যে বাইরের দেশ থেকে অক্সিজেন কিনে নিয়ে আসতে হচ্ছে মোদী সরকারকে। দিল্লির অক্সিজেন সংকট মোকাহিলায় ব্যাঙ্কক থেকে ১৩ ট্যাঙ্কার অক্সিজেন নিয়ে আসা হচ্ছে।