এবারও নজরবন্দি অনুব্রত, বীরভূমের ১১ টি আসনে সব থেকে বেশি কেন্দ্রীয় বাহিনী

এবারের নির্বাচনে নজিরবিহীন নিরাপত্তার বন্দোবস্ত করা হল অনুব্রত মণ্ডলের (anubrata mondal) বীরভূমে (birbhum)। রাঢ়বঙ্গের বীরভূমে রয়েছে ১১ টি বিধানসভার আসন। এবার সেই ১১ টি আসনের নির্বাচনই সুষ্ঠুভাবে করতে চায় নির্বাচন কমিশন (election commission)। একইসঙ্গে অনুব্রত মণ্ডলকে নজরবন্দি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেননা ২০১১ পর থেকে প্রতিটি নির্বাচনেই বীরভূমে নির্বাচন প্রহসনে পরিণত হয়েছে বলে অভিযোগ করে এসেছে বিরোধীরা।

অষ্টম দফার নির্বাচনে ৭৫৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

অষ্টমদফার নির্বাচনের জন্য ৭৫৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। নির্বাচন কমিশন সূত্রে এমনটাই খবর। এর মধ্যে বীরভূমের জন্য থাকছে ২২৪ কোম্পানি বাহিনী। এছাড়াও মুর্শিদাবাদ, মালদহ এবং উত্তর কলকাতার জন্য থাকছে যথাক্রমে ২১২, ১১০ এবং ৯৫ কোম্পানি বাহিনী।

বীরভূমে সব থেকে বেশি নিরাপত্তা

এবারের নির্বাচনে বীরভূমে সব থেকে বেশি নিরাপত্তার বন্দোবস্ত হতে চলেছে। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত কোনও একটি বুথের জন্য চারজন করে কেন্দ্রীয় বাহিনী এবং একজন রাজ্য পুলিশের সদস্য রাখা হয়েছে। কিন্তু বীরভূমের জন্য সেই সংখ্যা বাড়িতে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা করা হচ্ছে আটজন। সঙ্গে একজন করে রাজ্য পুলিশের সদস্যকে রাখা হবে।

নজরবন্দি অনুব্রত মণ্ডল

একইসঙ্গে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, অনুব্রত মণ্ডলকে নজরবন্দি করা হচ্ছে। এদিন বিকেল পাঁচটা থেকে শুক্রবার সকাল সাতটা পর্যন্ত নজরবন্দি করা হচ্ছে। এর আগেও অবশ্য অনুব্রত মণ্ডলকে নজরবন্দি করা হয়েছে। বিষয়টিকে নির্বাচন কমিশনের রুটিন ডিউটি বলে মন্তব্য করেছেন তিনি।

আদালতে যাবেন অনুব্রত

অনুব্রত মণ্ডল জানিয়েছেন, তিনি আদালতে যাবেন। যা বুধবার জানা যাবে। সম্প্রতি বোলপুরে এক সাংবাদিক সম্মেলনে অনুব্রত মণ্ডলকে নজরবন্দি করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন। একইসঙ্গে বলেছিলেন, কাউকে নজরবন্দি করা ক্রাইম। এবার নজরবন্দি করা হলে অনুব্রত মণ্ডলকে আদালতে যাওয়ার পরামর্শও দিয়েছিলেন তিনি।

অন্যদিকে সিবিআই-এ হাজিরা দেওয়ার ব্যাপারে অনুব্রত মণ্ডল জানিয়েছেন, তাঁর বেশ কিছু শারীরিক সমস্যা রয়েছে। সঙ্গে রয়েছে করোনার ভয়। তাই তাঁকে পনেরো দিন সময় দেওয়া হোক।

কবে হতে পারে স্বস্তির বৃষ্টি, উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার পূর্বাভাস একনজরে