আইপিএলের হাই ভোল্টেজ ম্যাচে শেষ বলের থ্রিলার, দিল্লিকে ১ হারিয়ে শেষ হাসি আরসিবি-র

আইপিএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে ১ রানের দুর্দান্ত জয় হাসিল করল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। চেষ্টা করেও দিল্লি ক্যাপিটালসকে জেতাতে পারলেন না শিমরোন হেটমায়ার। ম্যাচের শেষ ওভারে মহম্মদ সিরাজের কাছে পরাস্ত হলেন ঋষভ পন্থ। এই জয়ের ফলে ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ তালিকার প্রথম স্থানে উঠে এল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ৬ ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে লিগ তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে দিল্লি।

আইপিএলের হাই ভোল্টেজ ম্যাচে শেষ বলের থ্রিলার, দিল্লিকে ১ হারিয়ে শেষ হাসি আরসিবি-র

১৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দিল্লি শুরুটা আহামরি হয়নি। মাত্র ৬ রান করে সাজঘরে ফিরে যান ওপেনার শিখর ধাওয়ান। স্টিভ স্মিথের ব্যাট থেকে ৪ রানের বেশি আসেনি। এরপর দিল্লির অধিনায়ক ঋষভ পন্থের সঙ্গে ছোট অথচ গুরুত্বপূর্ণ ১৯ রানের পার্টনারশিপ হয় পৃথ্বী শ।

তবে ক্রিজে বেশিক্ষণ স্থায়ী হননি দিল্লি ক্যাপিটালসের তরুণ ওপেনার। ১৮ বলে ২১ রান করে হর্ষল প্যাটেলের শিকার হন ডান হাতি ব্যাটসম্যান। তিনটি চার আসে পৃথ্বীর ব্যাট থেকে। ১৭ বলে ২২ রান করে আউট হন মার্কাস স্টইনিস। তিনটি চার আসে অস্ট্রেলিয় ক্রিকেটারের ব্যাট থেকে। ক্রিজের অন্যদিক আঁকড়ে ধরে রাখেন ঋষভ পন্থ। ছয় নম্বরে ব্যাট করতে নেমে চালিয়ে ব্যাট করেন শিমরোন হেটমায়ার।

বলে রান করেন হেটমায়ার। দ্বিতীয় ইনিংসের ১৮তম ওভার বল করতে আসা কাইল জেমিয়েসনকে তিনটি ছক্কা হাঁকিয়ে তিনি দিল্লির জন্য জয়ের মঞ্চ তৈরি করে দেন। তা সদ্ব্যবহার করতে ব্যর্থ হন অধিনায়ক ঋষভ পন্থ। ২৫ বলে ৫৩ রান করে অপরাজিত থাকেন হেটমায়ার। দুটি চার ও চারটি ছক্কা আসে তাঁর ব্যাট থেকে। ৪৮ বলে ৬৮ রান করে অপরাজিত থাকেন পন্থ। ৬টি চার মারেন দিল্লির অধিনায়ক। দুই ক্রিকেটারের মধ্যে ৭৮ রানের পার্টনারশিপ হয়। ২০ ওভার শেষে ৪ উইকেটে হারিয়ে ১৭০ রানে শেষ হয় দিল্লির ইনিংস। আরসিবি-র হয়ে ২ উইকেট নেন হর্ষল প্যাটেল। একটি করে উইকেট নেন মহম্মদ সিরাজ, কাইল জেমিয়েসন।

আইপিএল ২০২১-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল দিল্লি ক্যাপিটালস। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের স্পোর্টিং উইকেটে রান তাড়া করে ম্যাচ জেতা সহজ হবে বলে মনে করেছিলেন ঋষভ পন্থ। শিশিরের কারণে রাতে ফিল্ডার এবং বোলারদের জন্য বল গ্রিপ করা সমস্যাজনক হবে বলে মনে করেছিলেন দিল্লি অধিনায়ক।

ঋষভ ঠিক যেমনটা ভেবেছিলেন তেমন ভাবেই শুরুটা করেন দিল্লি ক্যাপিটালসের বোলাররা। শুরুতেই অধিনায়ক বিরাট কোহলি ও ওপেনার দেবদত্ত পাড়িক্কলের উইকেট নিয়ে আরসিবি-কে ধাক্কা দেন আবেশ খান ও ইশান্ত শর্মা। ১১ বলে ১২ রান করে বোল্ড হন বিরাট কোহলি। ১৪ বলে ১৭ রান করে একই কায়দায় আউট হন দেবদত্ত পাড়িক্কল।

৩০ রানে ২ উইকেট হারানো ব্যাঙ্গালোরের ইনিংসকে এগিয়ে নিয়ে যাওয়ার মরিয়া চেষ্টা চালান গ্লেন ম্যাক্সওয়েল ও রজত পতিদার। দুই ক্রিকেটারের মধ্যে ৩০ রানের পার্টনারশিপ হয়। ধীরে ধীরে হাত খেলোন গ্লেন। তার পর মুহুর্তেই তুলে মারতে গিয়ে লং অন ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন অস্ট্রেলিয় ব্যাটসম্যান। তাঁর ২০ বলে ২৫ রানের ইনিংস একটি চার ও দুটি ছক্কা দিয়ে সাজানো।

এরপর আরসিবি-র এবি ডিভিলিয়ার্স ও রজত পতিদারের মধ্যে ৫৪ রানের পার্টনারশিপ হয়। ব্যাট চালাতে গিয়ে আউট হন রজত। দুটি ছক্কা সহ ২২ বলে ৩১ রান আসে তাঁর ব্যাট থেকে। ৪২ বলে ৭৫ রানের ইনিংস খেলে আরসিবি-র স্কোর ১৭১ পর্যন্ত নিয়ে যান অভিজ্ঞ এবি ডিভিলিয়ার্স। পাঁচটি ছক্কা হাঁকান কিংবদন্তি। দিল্লি ক্যাপিটালসের হয়ে একটি করে উইকেট নিয়েছেন ইশান্ত শর্মা, কাগিসো রাবাডা, অক্ষর প্যাটেলস আবেশ খান ও অমিত মিশ্র।