হায়দরাবাদ: দেশজুড়ে চলছে কালান্তক করোনার কালবেলা। মারণ ব্যাধির দ্বিতীয় ঢেউয়ে কার্যত দিশেহারা গোটা দেশ। দিন যত যাচ্ছে ততই মহামারীর এই বিভৎস রুপ উৎকন্ঠা আর উদ্বেগ বাড়িয়ে তুলছে আমজনতার। কোনও ভাবেই মিলছেে না স্বস্তি। বরং পরিস্থিতি ক্রমশ চলে যাচ্ছে নাগালের বাইরে।

আর এই অবস্থায় ফের প্রকাশ্যে এল করোনায় মৃত রোগীর দেহ সৎকার নিয়ে মর্মান্তিক ঘটনার খবর। তবে এবার ঘটনাস্থল রাজধানী বা মহারাষ্ট্র নয়। খোদ অন্ধ্রপ্রদেশে অ্যাম্বুলেন্সের অভাবে করোনায় মৃত মহিলাকে বাইকে চাপিয়ে দেহ সৎকারের জন্য শ্মশানে ছুটলেন ছেলে ও নাতি।

মঙ্গলবার এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের শ্রীকাক্কুলাম জেলায়। জানা গিয়েছে, করোনায় মৃত ওই মহিলার নাম মান্দাসা মন্ডল(৫০)। তাঁর শরীরে করোনার লক্ষণ থাকায় কোভিড টেস্টের জন্য তাঁকে স্থানীয় ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়া হলে করোনা রিপোর্ট হাতে আসার আগেই সেখানে মারা যান তিনি। এই বিষয়ে মৃতার ছেলে জানিয়েছেন, ওই ডায়াগনস্টিক সেন্টারের বাইরে তাঁর মা মারা গেলে সেখানে তাঁরা অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা করতে থাকেন। ঘটনার অনেক্ষণ পরও একটা অ্যাম্বুলেন্সও জোগাড় না হওয়ায় বাধ্য হয়ে তাঁরা নিজেদের বাইকে মৃত মাকে চাপিয়ে গ্রামের শ্মশানে সৎকারের জন্য নিয়ে আসেন৷

এদিকে যেখানে গত বছর করোনার অতিমারীর শুরুতে অন্ধ্রপ্রদেশ সরকারের তরফে করোনা সংক্রমিত রোগীদের সহায়তায় ১০৮৮ টি অ্যাম্বুলেন্স এবং ১০৪ টি মোবাইল মেডিকেল ইউনিট চালু করেছিল। সেখানে দাঁড়িয়ে এমন মর্মান্তিক ঘটনার খবর প্রকাশ্যে আসতে শুরু হয়েছে বিতর্ক। নিন্দার ঝড় বইছে রাজনৈতিক মহলে।

প্রসঙ্গত, ভয়াবহতার নজির সৃষ্টি করেছে করোনা। ক্রমশই বাড়ছে সংক্রমণ। পরপর কয়েকদিন যাবৎ সাড়ে ৩ লক্ষের বেশিই রয়েছে করোনা সংক্রমণের গ্রাফ। সোমবার এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ৩ লক্ষ ৫৩ হাজার জন। বুধবার সেই সংক্রমণ একটু কমল। এদিন করোনায় আক্রান্ত হয়েছেন সাড়ে ৩ লক্ষের কম মানুষ।

স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ২৩ হাজার ১৪৪ জন। মৃত্যু হয়েছে ২ হাজার ৭৭১ জনের। এই নিয়ে এখনও পর্যন্ত দেশে ১ কোটি ৭৬ লক্ষ ৩৬ হাজার ৩০৭ জন করোনায় আক্রান্ত হলেন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৯৭ হাজার ৮৯৪ জনে। অ্য়াক্টিভ মামলার সংখ্যা ২৮ লক্ষ ৮২ হাজার ২০৪। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ২ লক্ষ ৫১ হাজার ৮২৭ জন। এখনও পর্যন্ত মোট সুস্থতার সংখ্যা ১ কোটি ৪৫ লক্ষ ৫৬ হাজার ২০৯। করোনাকে ঠেকাতে দেশজুড়ে শুরু হয়েছে টিকাকরণ প্রক্রিয়া। এখনও পর্যন্ত ভ্যাকসিন দেওয়া হয়েছে দেশের ১৪ কোটি ৫২ লক্ষ ৭১ হাজার ১৮৬ জনকে। মঙ্গলবারের রিপোর্ট অনুযায়ী আক্রান্তের সংখ্যা আগের দিনের তুলনায় কিছুটা হলেও কম। করোনার এই ক্রমবর্ধমান পরিস্থিতিতে এটুকুই যা সাময়িক স্বস্তি।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.