করোনার কোপে এবার পিছিয়ে গেল পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি। দেশে করোনার বাড়বাড়ন্তের কথা চিন্তা করে পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল কমিশন। পিএসসি বোর্ডের তরফে জানানো হয়েছে, আগামী মে-জুন মাসে পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু সেই পরীক্ষা এখন হচ্ছে না। করোনার প্রকোপ কমলে নির্ধারিত হবে দিনক্ষণ।
পিএসসি বোর্ডের নির্ঘণ্ট প্রকাশ করে জানিয়েছিল ৭ মে থেকে ৩০ জুন পর্যন্ত পিএসসি পরীক্ষা হবে। কিন্তু ইত্যবসরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা। দেশে তা মহামারীর রূপ নিয়েছে। এই অবস্থায় পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তী বিজ্ঞপ্তি জারি না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে।
পিএসসি বোর্ড জানিয়েছে, আগামী দিনে করোনার প্রকোপ একটু কমলে পরীক্ষার নতুন নির্ঘণ্ট প্রকাশ করা হবে। এদিনের নোটিশে পরীক্ষার্থীদের পিএসসি বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে। পিএসসি বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট হল www.wbpsc.gov.in।
করোনার প্রকোপে একের পর এক সমস্ত পরীক্ষাই পিছিয়ে যাচ্ছে। অনের পরীক্ষা বাতিল হয়ে যাচ্ছে। অনেক পরীক্ষা স্থগিত রাখা হচ্ছে। কিছুদি্ন আগে নেট পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়। পিছিয়ে দেওয়া হয় সিবিএসই, আইসিএসসি বোর্ডের দ্বাদশ শ্রেণির পরীক্ষা। দুই বোর্ডের দশম শ্রেণির পরীক্ষা বাতিল ঘোষণা করেছে কর্তৃপক্ষ।