আইপিএলে ব্যাঙ্গালোর-দিল্লির লড়াইয়ে এগিয়ে কারা? শক্তিতে পাল্লা ভারী কোন শিবিরের?

আজ সন্ধ্যায় চলতি আইপিএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুখোমুখি হতে চলেছে দিল্লি ক্যাপিটালস। এমএস ধোনি, রোহিত শর্মার পর বিরাট কোহলিকে পরাস্ত করে ক্রিকেট দুনিয়ায় তাক লাগাবেন ঋষভ পন্থ, নাকি আবারও জ্বলে উঠবে ব্যাঙ্গালোর, তা তো সময় বলবে। তার আগে দুই দলের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান দেখে নেওয়া যাক। শক্তিতে এগিয়ে কোন দল, তাও জেনে নেওয়া যাক।

মুখোমুখি দুই দল

আইপিএলে এখনও পর্যন্ত ২৫ বার মুখোমুখি হয়েছে দুই দল। ১৪ বার জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ১০ বার জিতেছে দিল্লি ক্যাপিটালস। এই পরিসংখ্যানে পাল্লা ভারী বিরাট কোহলি শিবিরের।

শেষ দুই ম্যাচের সাক্ষাৎ

২০২০ সালের আইপিএলের লিগ পর্বে দুই বার মুখোমুখি হয়েছিল দুই দল। প্রথম ম্যাচ ৬ উইকেটে জিতেছিল দিল্লি ক্যাপিটালস। ৫৯ রানে দ্বিতীয় ম্যাচ হেরেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

দুই দলের গেম চেঞ্জার

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর : বিরাট কোহলি, দেবদত্ত পাড়িক্কল, গ্লেন ম্যাক্সলওয়েল, এবি ডিভিলিয়ার্স রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ব্যাটিং বিভাগের প্রধান গেম চেঞ্জার। বোলিং বিভাগকে আলোকিত করছেন কাইল জেমিয়েসন, মহম্মদ সিরাজ, হর্ষল প্যাটেল, যুজবেন্দ্র চাহাল, নভদীপ সাইনির মতো দক্ষ ক্রিকেটাররা।

দিল্লি ক্যাপিটালস : এখনও পর্যন্ত টুর্নামেন্টে সবচেয়ে বেশি রান করা শিখর ধাওয়ান, আজকের ম্যাচেও দিল্লি ক্যাপিটালসের হয়ে গেম চেঞ্জারের ভূমিকায় অবতীর্ণ হতে পারেন। দলে পৃথ্বী শ, ঋষভ পন্থ, শিমরোন হেটমায়ারের মতো ব্যাটসম্যানদের পাশাপাশি কাগিসো রাবাডা, অমিত মিশ্র, অক্ষর প্যাটেলের মতো বোলাররাও রয়েছেন।

করোনার বাড়বাড়ন্তে ভারতে আইপিএল ছাড় পেলেও টি২০ বিশ্বকাপ ঘিরে অনিশ্চয়তা?

আরসিবি-র শক্তি ও দুর্বলতা

শক্তি : বিরাট কোহলি, দেবদত্ত পাড়িক্কল, গ্লেন ম্যাক্সওয়েল, এবি ডিভিলিয়ার্স সম্বৃদ্ধ বিশ্বমানের ব্যাটিং বিভাগ আরসিবির প্রধান শক্তি। কাইল জেমিয়েসন, মহম্মদ সিরাজ, হর্ষল প্যাটেল, যুজবেন্দ্র চাহাল, নভদীপ সাইনি সম্বৃদ্ধ আরসিবি-র বোলিং বিভাগও বেশ শক্তিশালী।

দুর্বলতা : ধারাবাহিকতার অভাবে এখনও পর্যন্ত একবারও আইপিএল জিততে পারেনি আরসিবি। এবার পরপর চারটি ম্যাচ জিতে সিএসকে-র বিরুদ্ধে পঞ্চম মোকাবিলা বিশ্রিভাবে হেরে যায় বিরাট কোহলি শিবির। ব্যাটিং ব্যর্থতাকেই কাঠগড়ায় তুলছে ক্রিকেট মহল।

দিল্লি ক্যাপিটালসের শক্তি ও দুর্বলতা

শক্তি : শিখর ধাওয়ান, পৃথ্বী শ, ঋষভ পন্থ, মার্কাস স্টইনিস, শিমরোন হেটমায়ার সম্বৃদ্ধ ব্যাটিং বিভাগ এবারও দিল্লি ক্যাপিটালসের প্রধান শক্তি। ফর্মে না থাকলেও কাগিসো রাবাডা যে কোনও ম্যাচ যে কোনও মুহুর্ত থেকে ফিরিয়ে আনতে পারেন। দলে রয়েছেন অমিত মিশ্র, অক্ষর প্যাটেলের মতো দক্ষ এবং অভিজ্ঞ স্পিনাররা।

দুর্বলতা : চলতি আইপিএলে ঋষভ পন্থের নেতৃত্বে দিল্লি ক্যাপিটালস এমন কয়েকটি ম্যাচ জিতেছে, যা চোখ টাটানোর মতো। আবার সহজ ম্যাচ হেরে ক্রিকেট প্রেমীদের চক্ষুশূলও হয়েছে গত বারের রার্নাসরা। যা আজকের ম্যাচে প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। করোনা ভাইরাসের জেরে আইপিএল না খেলার সিদ্ধান্ত নিয়েছেন দিল্লি ক্যাপিটালসের অন্যতম ভরসা রবিচন্দ্রণ অশ্বিন। যা ঋষভ পন্থ শিবিরের কাছে বড় ধাক্কা বলা যেতে পারে।

ছবি সৌজন্যে: বিসিসিআই আইপিএল