শ্রী রাম ভক্ত হনুমানের পুজো চৈত্র শুক্লা পূর্ণিমা তিথিতে করা হয়। এই বছর ২৭ শে এপ্রিল পালিত হবে এই দিনটি। শ্রী হনুমানকে সবচেয়ে বেশি দয়ালু এবং প্রসন্ন হৃদয়ের দেবতা বলে মনে করা হয়। কিন্তু যদি তার পুজোয় কোনরকম অবহেলা সামনে আসে তাহলে তিনি ক্ষুব্ধ হয়ে যান।
এমন বেশ কিছু নিয়ম রয়েছে যেগুলি না মানতে পারলে পুজো সম্পূর্ণ হয় না। এতে ভগবান প্রসন্ন হন না বলে মনে করা হয়। তাই পুজো করার আগে সেই ভুলগুলি জেনে নিন যেগুলি করে ফেললে ভগবানকে সন্তুষ্ট করতে পারবেন না আপনি।
১. মাত্র কিছু সংখ্যক মানুষ এই বিষয়টি জানেন যে হনুমানের পুজোয় চরণামৃত ব্যবহার করা হয় না। তাই পুজোর সময়ে এই বিধি পালন করবেন না।
২. যদি পরিবারের কারোর মৃত্যু হয়ে থাকে তাহলে সেই সময়ে হনুমানের পুজো করা উচিত নয়। মৃত্যুর ১৩ দিন পর্যন্ত এই পুজো করা যাবে না, এমনই বিধি রয়েছে শাস্ত্রে।
৩. যারা হনুমানের পুজো নিয়মিত করেন বা মঙ্গলবার হনুমানের আরাধনা করেন কিংবা যারা হনুমান জয়ন্তী পালন করছেন তাঁরা সেই দিনটি খাবারে কোনোভাবেই নুন দেবেন না বা নুন যুক্ত খাবার গ্রহণ করবেন না। এছাড়াও কেউ যদি ভগবানের চরণে কোন মিষ্টি প্রদান করেন তাহলে তা কখনোই নিজে গ্রহণ করবেন না।
৪. হনুমানের পুজোর সময় অবশ্যই কালো এবং সাদা রঙের পোশাক পরবেন না। বজরংবলীর পুজোর সময়ে সর্বদাই লাল অথবা হলুদ রঙের বস্ত্র পরিধান করা উচিত। এই দুটি রঙকে শুভ বলে মনে করা হয়।
৫. হনুমানের পুজোর সময় ব্রহ্মচর্য ব্রত পালন করবেন। মাথায় রাখবেন হনুমানজি নিজে বাল ব্রহ্মচারী ছিলেন তাই তিনি কোন মহিলার সংস্পর্শে আসেননি। তাই হনুমান জয়ন্তীতে হনুমান এর পুজোর সময় কোন মহিলা যেন তার মূর্তি বা ছবি স্পর্শ না করেন সেটি মাথায় রাখতে হবে।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.