করোনার আবহে আইপিএল খেলা ক্রিকেটারদের বাড়ি পর্যন্ত সুরক্ষার আশ্বাস বিসিসিআইয়ের

দেশের একদিকে যখন করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে, অন্য প্রান্তে জোরকদমে চলতে থাকা আইপিএল নিয়ে নাক বেঁকাতে শুরু করেছেন অনেকে। যদিও সেই ঝড় সামলে সোজা ব্যাটেই খেলে চলেছে বিসিসিআই। যে কোনও পরিস্থিতিতে বিশ্বের জনপ্রিয়তম টি২০ লিগ শেষ করা হবে বলে নিজে জানিয়েছেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তবু কোথাও যেন আলগা হচ্ছে বাঁধন। অতিমারীর আতঙ্কে একে একে ভারত ছাড়ছেন একের পর বিদেশি ক্রিকেটার। তাঁদের মনে সাহস জোগাতে ক্রিকেটারদের বাড়ি পর্যন্ত সুরক্ষার আশ্বাস দিল বিসিসিআই।

আসরে নেমেছেন আমিন

করোনা ভাইরাসের আবহে আইপিএল সুষ্টুভাবে এবং সম্পূর্ণ কলেবরে শেষ করার আশায় এবার আসরে নামলেন টুর্নামেন্টের চিফ অপারেটিং অফিসার বা সিওও হেমাঙ্গ আমিন। আট দলের সব ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের তিনি আলাদা করে চিঠি লিখেছেন বলে সূত্র মারফত জানানো হয়েছে। সেই চিঠিতে নাকি আমিনের তরফে জানানো হয়েছে যে আইপিএল পর্যন্ত নয়, ক্রিকেটারদের বাড়ি পৌঁছনো পর্যন্ত করোনা ভাইরাসের কবল থেকে তাঁদের দূরে রাখার দায়িত্ব নেবে বিসিসিআই।

সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে বিসিসিআই

সূত্রে খবর অনুযায়ী আট দলের ক্রিকেটারদের লেখা চিঠিতে আইপিএলের চিফ অপারেটিং অফিসার বা সিওও হেমাঙ্গ আমিন জানিয়েছেন, পরিস্থিতির ওপর পুঙ্খানুপুঙ্খ নজর রাখছে বিসিসিআই। টুর্নামেন্ট পরিচালনার ক্ষেত্রে সরকারের সঙ্গে ভারতীয় বোর্ডের নিত্য যোগাযোগ হচ্ছে বলেও নাকি জানিয়েছেন আমিন।

অতিরিক্ত নজরদারি

করোনা ভাইরাসের আবহে চলতি আইপিএল-কে কেন্দ্র করে এমনিতেই আট দলের জৈব সুরক্ষা বলয় আঁটোসাঁটো করেছে বিসিসিআই। সূত্রের খবর, কোভিড ১৯-এক সংক্রমণ বেড়ে যাওয়ায় সেই নিয়ম আরও কড়া করা হয়েছে বলে চিঠিতে ক্রিকেটারদের আশ্বাস দিয়েছেন আইপিএলের চিফ অপারেটিং অফিসার বা সিওও হেমাঙ্গ আমিন। তাঁর কথায়, জৈব সুরক্ষা বলয়ে নজরদারি বাড়ানো হয়েছে। প্রতি দুই দিন অন্তর ক্রিকেটারদের কোভিড ১৯ টেস্ট করা হবে বলেও নাকি জানিয়েছেন আমিন।

আইপিএল ছেড়েছেন যে যে ক্রিকেটার

ভারতে বাড়তে থাকা করোনা ভাইরাসের আতঙ্কে চলতি আইপিএল আর না খেলার সিদ্ধান্ত নিয়েছেন রাজস্থান রয়্যালসের অজি ফাস্ট বোলার অ্যান্ড্রু টাই এবং তাঁর সতীর্থ লিয়াম লিভিংস্টোন। তাঁদের পদাঙ্ক অনুসরণ করে আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন আরসিবি-র অস্ট্রেলিয় লেগ স্পিনার অ্যাডাম জাম্পা ও অল রাউন্ডার কেন রিচার্ডসন। টুর্নামেন্টের আর কোনও ম্যাচে অংশগ্রহণ করবেন না বলে দিয়েছেন দিল্লি ক্যাপিটালসের অন্যতম ভরসা রবিচন্দ্রণ অশ্বিন।