ভারতের করোনা গ্রাফে গত কয়েক সপ্তাহে যে প্রবল উর্ধ্বগতি দেখা গিয়েছে, তা আজকের রিপোর্টে খানিকটা থেমেছে বলে দেখা যাচ্ছে। ২৭ এপ্রিল স্বাস্থ্যমন্ত্রক যে রিপোর্ট পেশ করেছে তাতে দেখা যাচ্ছে ভারতে করোনার জেরে আক্রান্তের সংখ্যা দৈনিক ৩,২৩,১৪৪ হয়েছে। যা গতকালই সাড়ে তিন লাখের অঙ্ক ছুঁয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে ২৭৭১ জনের মৃত্যু হয়েছে। শেষ একদিনে ভারতে করোনা থেকে মুক্তি পেয়েছেন ২,৫১,৮২৭ জন। প্রসঙ্গত, দৈনিক করোনা আক্রান্তের সংখ্যায় গতকাল মহারাষ্ট্র কিছুটা রাশ টেনেছে। গত কয়েকদিনের তুলনায় সেখানে হু হু করে নেমেছে করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা। যা রবিবার রাতে ৬৬ হাজারের ঘরে ছিল, তা সোমবার রাতে ৪৮ হাজারের ঘরে নামে । এদিকে, সাড়ে তিন লাখ থেকে একদিনে ভারতে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৩,২৩,১৪৪ জনে নেমেছে। যা নিঃসন্দেহে একটি বড় বিষয়।
এদিকে, দেশে মোট অ্যাক্টিভ কেসের সংখ্যা এই মুহূর্তে ২৮,৮২,২০৪ জন। প্রসঙ্গত বিভিন্ন গবেষণাধর্মী রিপোর্টে বলা হচ্ছে যে, আগামী মে মাসের মাঝামাঝি অবস্থায় ভারতে এই অ্যাক্টিভ কেস ৩৪ থেকে ৪০ লাখের অঙ্কে পৌঁছে যাবে। এদিকে, আজ ভারতে করোনার জেরে মোট আক্রান্তের সংখ্যা ১,৭৬,৩৬,৩০৭ জন। মোট সুস্থতার সংখ্যা ১,৪৫,৫৬,২০৯ জনের।
প্রসঙ্গত, আজ ভারতে প্রায় ২০ হাজার আক্রান্তের সংখ্যা দৈনিক আক্রান্তের সংখ্যার নিরিখে কমেছে। প্রসঙ্গত, এর মধ্যেই জানানো হচ্ছে যে , ভারতে সুস্থতার হারও বেশ বেশি। ফলে করোনার নতুন স্ট্রেনের জেরে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার মধ্যে ২৭ এপ্রিলের রিপোর্ট একটি বড় ঘটনা।