অ্যান্ড্রু টাই দেশে ফেরার পর করোনা ভীতিতে আইপিএল ছাড়তে চান অনেক বিদেশি

রাজস্থান রয়্যালস গভীর সঙ্কটে পড়তে চলেছে একের পর এক বিদেশিকে হারিয়ে। বেন স্টোকস ও জোফ্রা আর্চার চোটের কারণে নেই এবারের আইপিএলে। জৈব সুরক্ষা বলয়ের ক্লান্তিতে ইংল্যান্ডে ফিরে গিয়েছেন লিয়াম লিভিংস্টোনও। এবার ব্যক্তিগত কারণ দেখিয়ে দেশে ফিরলেন অস্ট্রেলিয়ার পেসার অ্যান্ড্রু টাই। এবারের আইপিএলে তিনি একটি ম্যাচেও সুযোগ পাননি।

টাই ব্যক্তিগত কারণ দেখিয়ে দেশে ফিরলেও জানা গিয়েছে, ভারতে করোনা পরিস্থিতিতে উদ্বিগ্ন হয়েই দেশে ফিরে গিয়েছেন তিনি। শুধু তিনি একাই নন, আরও অন্তত দুজন অস্ট্রেলীয় ক্রিকেটার ফ্র্যাঞ্চাইজিদের জানিয়ে দিয়েছেন, বিমানের ব্যবস্থা হলেই তাঁরা দেশে ফিরে যাবেন।

AJ Tye flew back to Australia earlier today due to personal reasons. We will continue to offer any support he may need.#RoyalsFamily

— Rajasthan Royals (@rajasthanroyals) April 25, 2021

বিসিসিআই ও ফ্র্যাঞ্চাইজিদের তরফে বারবার ক্রিকেটারদের আশ্বস্ত করা হচ্ছে, দর্শকশূন্য স্টেডিয়ামে জৈব সুরক্ষা বলয়ের মধ্যে আইপিএল হচ্ছে। ফলে চিন্তার কিছুই নেই। মাস্ক পরা, স্যানিটাইজার ব্যবহার করা, শারীরিক দূরত্ব বজায় রাখার বার্তা দলগুলি যেমন দিচ্ছে তেমনই খেলার মধ্যেও সেই বার্তা দেওয়া হচ্ছে বিভিন্ন সময়। সকলের সতর্কতাতেই যে করোনাকে জয় করা সম্ভব তা বলা হচ্ছে বারবার। করোনাকে জয় করে এসে এবারের আইপিএলে নিজের প্রথম ম্যাচে অক্ষর প্যাটেল যেমন সফল হয়েছেন, তেমনই দেবদত্ত পাড়িক্কাল শতরান করেছেন, দলকে ভরসা দিচ্ছেন।

(ছবি- বিসিসিআই/আইপিএল)

কিন্তু এ সবেও ভীতি কাটছে না বিদেশি ক্রিকেটারদের। দিল্লি ক্যাপিটালসের কোচ রিকি পন্টিং বলেছেন, ভারতে করোনা পরিস্থিতি মারাত্মক! অস্ট্রেলীয়রা আরও বেশি করে দেশে ফিরতে চাইছেন এই কারণে যে, সে দেশে কোয়ারান্টিন সংক্রান্ত নিয়ম আরও কঠোর হচ্ছে। তার আগেই তাঁরা দেশে ফিরতে চাইছেন। এর সত্যতা স্বীকার করেছেন কলকাতা নাইট রাইডার্সের সহকারী কোচ ডেভিড হাসি। তিনি বলেছেন, অনেক অজি ক্রিকেটারই দেশে ফেরার ব্যাপারে চিন্তিত হয়ে পড়েছেন। ইংল্যান্ডেও ইতিমধ্যেই রেড লিস্টে ঢুকে পড়েছে ভারত।

(ছবি- বিসিসিআই/আইপিএল)

ফ্র্যাঞ্চাইজিরা অবশ্য এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছে। ভারতে করোনা সংক্রমণ ও মৃত্যুমিছিল বেড়ে চললেও আইপিএল চালানোয় অনেকেই বিসিসিআইয়ের সমালোচনা করছেন। তবে সফল আইপিএল আয়োজন করে টি ২০ বিশ্বকাপ আয়োজনের বিষয়ে আত্মবিশ্বাস বাড়াতে চায় বিসিসিআই। কিন্তু অস্ট্রেলিয়া-সহ বাকি ক্রিকেটাররা দেশে ফিরে গেলে তা নিঃসন্দেহে বড় ধাক্কা হবে আইপিএলের ক্ষেত্রে।