দেশের করোনা সংক্রমণের গ্রাফ উর্ধ্বমুখী। লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩,৫২,৯৯১ জন। দেশে মোট আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে দৈনিক মৃত্যু। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ২৮১২ জন। হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। তবে দৈনিক সুস্থতার সংখ্যাও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা কাটিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২,১৯,২৭২ জন।
দেশে তীব্র অক্সিজেন সংকট। জরুরি ভিত্তিতে চলছে অক্সিজেন সরবরাহের চেষ্টা চলছে সব রাজ্যে। ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্তে অক্সিজেন এক্সপ্রেস চলে গিয়েছে। সেনাবাহিনী হাত লাগিয়েছে অক্সিজেন সংকট মোকাবিলায়।
করোনা পরিস্থিতি মোকাবিলায় সবরকম সহযোগিতা করবে কেন্দ্র। প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
করোনা সংক্রমণে রাশ টানতে আগামী ১ মে থেকে ১৮ বছরের উর্ধ্বে সকলকে করোনা টিকাকরণ শুরু হবে। তার রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে।
নবীন পট্টনায়ক ইতিমধ্যেই ১৮ বছরের উর্ধ্বে সকলের করোনা টিকাকরণ বিনামূল্যে করে দেয়ার কথা ঘোষণা করা হয়েছে। ১৮ বছরের উর্ধ্বে সকলের করোনা টিকা করণ বিনামূল্যে করার দাবি জানিয়েছে কংগ্রেস। এদিকে উত্তর প্রদেশ কর্নাটকে ভয়াবহ করোনা পরিস্থিতি। কার্যত করোনার হটস্পটে পরিণত হয়েছে বেঙ্গালুরু শহর। করোনা সংক্রমণ বাড়ছে সেই রাজ্যে। লখনউয়ে ইতিমধ্যেই করোনা এক্সপ্রেস পৌঁছে গিয়েছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দাবি করেছেন উত্তর প্রদেশের কোনও হাসপাতালে অক্সিজেন সংকট নেই। অন্যদিকে প্রতিরাজ্যে অক্সিজেন তৈরির কারখানা করার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।