সানরাইজার্সের বিরুদ্ধে সুপার-জয়ে দুইয়ে দিল্লি ক্যাপিটালস

আইপিএলের সুপার সানডে-তে চেন্নাই পর্বের খেলা শেষ হলো রুদ্ধশ্বাস সুপার ওভারের মাধ্যমে। দিল্লি ক্যাপিটালস ও সানরাইজার্স হায়দরাবাদ, দুই দলই ১৫৯ রান করায় ম্যাচ গড়ায় সুপার ওভারে। তবে শেষ হাসি হাসলেন ঋষভ পন্থরাই। এই জয়ের ফলে দুইয়ে উঠে এলো দিল্লি ক্যাপিটালস। প্রথম তিনটি দলেরই পাঁচ ম্যাচে ৮ পয়েন্ট। তবে নেট রান রেটে আরসিবি-কে টপকে দুইয়ে এলেন পন্থরা।

ট্র্যাজিক নায়ক কেন

চিপকের উইকেটে করোনাজয়ী অক্ষর প্যাটেলকেই সুপার ওভারে বল করতে দেয় দিল্লি। ডেভিড ওয়ার্নার ও কেন উইলিয়ামসন ব্যাট করতে নামেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। যদিও সাত রানের বেশি তুলতে পারেননি তাঁরা। তবে অক্ষরের শেষ বলে দুই রান নিতে গেলেও নন স্ট্রাইকিং এন্ডের দাগে ব্যাট না ছুঁইয়েই ফিরে আসেন ওয়ার্নার। ফলে যেখানে আট রান ওঠার কথা ছিল ছয় বলে সেখানে সাত রানেই সন্তুষ্ট থাকতে হয় হায়দরাবাদকে। ওয়ার্নার প্রথম বলে রান পাননি। দ্বিতীয় বলে এক রান নেন। তৃতীয় বলে চার মারেন কেন উইলিয়ামলন। চতুর্থ বলটিতে কোনও রান নিতে পারেননি কিনি। পঞ্চম বলে এক রান লেগ বাই পায় সানরাইজার্স। শেষ বলে দুই রান নিতে গিয়েও এক! ওয়ার্নারের ভুলে এদিন ট্র্যাজিক নায়ক কেন উইলিয়ামসন।

(ছবি- বিসিসিআই/আইপিএল)

সুপার জয়

সাত রানের পুঁজি নিয়ে ঋষভ পন্থ ও শিখর ধাওয়ানের বিরুদ্ধে ওয়ার্নার বল তুলে দেন রশিদ খানের দিকে। প্রথম বলে ঋষভ পন্থ এক রান নেন। দ্বিতীয় বলে এক রান লেগ বাই হয়। তৃতীয় বলে রিভার্স স্যুইপে চার মারেন পন্থ। চতুর্থ বলে কোনও রান নিতে পারেননি দিল্লি অধিনায়ক। পঞ্চম বলে এক রান লেগ বাই হয়। লেগ বিফোরের আবেদন খারিজ হলে সানরাইজার্স রিভিউ নেয়। তবে তাতে পন্থের কোনও বিপদ হয়নি। শেষ বলেও লেগ বাই। ফলে শেষ বলে এক রান শর্ট থাকার আক্ষেপ নিয়েই মাঠ ছাড়তে হলো ওয়ার্নারদের।

(ছবি- বিসিসিআই/আইপিএল)

দিল্লি ১৫৯/৪

এর আগে, টস জিতে ব্যাট করতে নেমে ২০ ওভারে দিল্লি ক্যাপিটালস তোলে চার উইকেটে ১৫৯ রান। সর্বাধিক ৫৩ রান করেন পৃথ্বী শ, চলতি আইপিএলে এটি তাঁর দ্বিতীয় হাফ সেঞ্চুরি। পন্থ করেন ৩৭। তিনটি চার ও একটি ছয়ের সাহায্যে ২৫ বলে ৩৪ করে অপরাজিত থাকেন স্টিভ স্মিথ। দুই উইকেট নেন সিদ্ধার্থ কৌল।

(ছবি- বিসিসিআই/আইপিএল)

সানরাইজার্স ১৫৯/৭

জবাবে খেলতে নেমে শুরু থেকে ভালো রান রেখে এগোতে থাকলেও দ্বিতীয়ার্ধে ব্যাটিং ব্যর্থতায় চাপে পড়ে গিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। ১৮.৩ ওভারে বিজয় শঙ্কর আউট হলে সানরাইজার্সের স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ১৩৬। সেখান থেকে সানরাইজার্স ম্যাচ টাই করতে পারল জগদীশা সুচিথের বিস্ফোরক ব্যাটিংয়ে। দুটি চার ও একটি ছয়ের সাহায্যে তিনি ৬ বলে ১৫ করে অপরাজিত থাকেন। ৫১ বলে ৬৬ করে অপরাজিত থাকেন কেন উইলিয়ামসন। ১৮ বলে ৩৮ করেন জনি বেয়ারস্টো। বিরাট সিং (৪), কেদার যাদব (৯), অভিষেক শর্মা (৫), রশিদ খান (০), বিজয় শঙ্কর (৮)-রা উইলিয়ামসনকে যোগ্য সঙ্গত দিলে নির্ধারিত ২০ ওভারেই ম্যাচ জেতা সম্ভব ছিল সানরাইজার্সের। এদিন ৬ রান করে রান আউট হন ডেভিড ওয়ার্নার। আবেশ খান ৩৪ রানের বিনিময়ে ৩ উইকেট নেন।

(ছবি- বিসিসিআই/আইপিএল)

চেনা ছন্দে অক্ষর

সুপার ওভারে মাত্র ৭ রান দেওয়ার পাশাপাশি এদিন দারুণ বোলিং করলেন অক্ষর প্যাটেল। পয়া চেন্নাইয়ে সমস্যায় ফেলেছিলেন ইংল্যান্ডকে। করোনা জয় করে মাঠে ফিরে এবারের আইপিএলে প্রথম ম্যাচ খেলতে নেমেই চার ওভারে মাত্র ২৬ রান দেন। ২টি উইকেটও তুলে নেন অক্ষর। ১৭তম ওভারে বল করতে এসে ১১৭ রানের মাথায় পরপর দুই বলে অভিষেক শর্মা ও রশিদ খানকে ফিরিয়ে সানরাইজার্সের সমস্যা বাড়িয়ে দেন তিনি। এদিন ললিত যাদবের জায়গায় দলে আসেন ইংল্যান্ড সিরিজে দুরন্ত ফর্মে থাকা অক্ষর।

(ছবি- বিসিসিআই/আইপিএল)