ভোটের পরেও উত্তপ্ত ভাটপাড়া, দুষ্কৃতীদের বোমায় মৃত্যু ছাত্রের

ভোটের পরেও উত্তপ্ত উত্তর ২৪ পরগনার ভাটপাড়া (bhatpara)। রাজনৈতিক সংঘর্ষ হয়েই চলেছে। রবিবার রাতেই সেরকমই এক ঘটনায় মৃত্যু হল বিএ প্রথম বর্যের এক ছাত্র (student) অনুরাগ সাউ-এর। ঘটনার পরেই বিশাল পুলিশ বাহিনী এলাকায় যায়।

রবিবার রাতে বোমাবাজি

ভাটপাড়া বিজেপি সাংসদ অর্জুন সিং-এর গড় বলেই পরিচিত। এবারের প্রার্থী তাঁর ছেলে পবন সিং। ২২ এপ্রিল সেখানে ভোট হয়ে যাওয়ার পরেই উত্তেজনা রয়েছে। রবিবার রাতে ভাটপাড়ার মুক্তারবাগান এলাকার মতিভবনে দুষ্কৃতীরা বোমাবাজি করে বলে অভিযোগ।

কলেজ ছাত্রের মৃত্যু

দুষ্কৃতীদের বোমার ঘায়ে অনুরাগ সাউ নামে এক কলেজ ছাত্রের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। সে বিএম প্রথম বর্ষের ছাত্র ছিল। ঘটনার সময় ওই ছাত্র নিজের বাড়ির ছাদেই ছিল। সম্ভবত এলাকায় বোমাবাজির আওয়াজ পেয়ে ছাদ থেকে দেখতে গিয়েছিল। সেই সময় দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে বোমা ছোড়ে। এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

পুলিশের তদন্ত শুরু

ভোট পরবর্তী হিংসার কারণে এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে। তারই মধ্যেই এই ঘটনায় পুলিশের নজরদারি নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, এই ঘটনার সঙ্গে কে বা কারা যুক্ত তা এখনও স্পষ্ট নয়। পাশাপাশি এই ঘটনায় কোনও রাজনৈতিক যোগ আছে, নাকি ব্যক্তিগত আক্রোশ রয়েছে তাও খতিয়ে দেখছে পুলিশ।

ভোট পরবর্তী হিংসায় আরও মৃত্যু

রবিবার রাতে ছাত্রের মৃত্যুর ঘটনা ২২ এপ্রিলের ভোটের পরে দ্বিতীয় ঘটনা। কেননা ২৩ এপ্রিল রাত সাড়ে এগোরাটা নাগাদ ভাটপাড়া থানার কাছেই রাজা চৌধুরী নামে এক নাবালককে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে হত্যা করা হয়েছিল।