তিরন্দাজি বিশ্বকাপে সাত বছর পর ভারতকে দলগত সোনা এনে দিল মহিলাদের রিকার্ভ দল। স্নায়ুযুদ্ধে মেক্সিকোকে পরাস্ত করে সোনা জিতলেন দীপিকা কুমারীরা।
রবিবার গুয়াতেমালা সিটিতে তিরন্দাজি বিশ্বকাপ স্টেজ ওয়ানে ভারতের প্রথম সোনাটি এনে দেন দীপিকা কুমারীরা। বিশ্বকাপ স্টেজ ইভেন্টে দলগতভাবে দীপিকার এটি পঞ্চম সোনা জয়। মেক্সিকোকে ভারত হারিয়ে সোনা জেতে ৫-৪ (২৭-২৬) ব্যবধান রেখে। শুটঅফে যখন দুই দলই চার-চারে দাঁড়িয়ে তখন স্নায়ুযুদ্ধে মাত দেন ভারতীয়রাই। দীপিকা কুমারী, অঙ্কিতা ভকত ও অনূর্ধ্ব ১৮ বিশ্বচ্যাম্পিয়ন কমলিকা বারির লক্ষ্যভেদে ভারত ২৭ পয়েন্ট তোলে। এর সুবাদেই এক পয়েন্টের ব্যবধানে মেক্সিকোকে হারিয়ে সোনা জয় নিশ্চিত করে ফেলেন ভারতের মহিলা শুটাররা।
Team India 🇮🇳 take recurve women's team gold in Guatemala City! 👏 🥉 🏹#ArcheryWorldCup pic.twitter.com/LhtnCXtXaD
— World Archery (@worldarchery) April 25, 2021
চূড়ান্ত পর্যায়ে অভিজ্ঞ দীপিকার পারফেক্ট টেন চাপে ফেলে দেয় ২০১২ লন্ডন অলিম্পিক্সে রুপোজয়ী আদিয়া রোমানকে। তবু সোনা জিততে তাঁর দরকার ছিল ৯। কিন্তু তিনি আটের বেশি পয়েন্ট আনতে পারেননি। ২০১১, ২০১৩ সালে দুবার ও ২০১৪ সালের পর এই নিয়ে পঞ্চমবার তিরন্দাজি বিশ্বকাপে মহিলাদের দলগত বিভাগে সোনা এল। দীপিকা এবার নামবেন তৃতীয় অলিম্পিক্সে। দীপিকা বলেন, অলিম্পিক্সের আগে এখানে ভালো ফল করা অত্যন্ত প্রয়োজনীয় ছিল। চাপের মুখেও যেভাবে খেলেছি তাতে আমরা খুশি।
🥉 BRONZE 🇮🇳🏹
— ARCHERY ASSOCIATION OF INDIA (@india_archery) April 25, 2021
🇮🇳 Recurve Mixed team of @ArcherAtanu & #Ankitabhakat won Bronze 🥉 Medal against USA 🇺🇲 6-2 (34-37, 38-35, 38-36, 37-35) at #worldcup stage 1 - #Guatemala@ntpclimited#indianarchery #worldarchery #archery #Archery #TeamIndia pic.twitter.com/SlEqEjBbu8
রিকার্ভ মিক্সড টিম বিভাগে ভারত অবশ্য ব্রোঞ্জ জিতেছে। এই ইভেন্টে অঙ্কিতা ভকতের সঙ্গে নেমেছিলেন বাংলার অতনু দাস। মার্কিন যুক্তরাষ্ট্রকে হারিয়ে তাঁরা ব্রোঞ্জ জেতেন। ফল ৬-৪। অঙ্কিতা ভকতের প্রশংসা করে অতনু দাস বলেন, মহিলাদের দলগত ইভেন্টে সোনা জয়ে অবদান রাখার পর এই ইভেন্টেও ভালো পারফর্ম করেছেন অঙ্কিতা। বছরের প্রথম আন্তর্জাতিক ইভেন্টের পারফরম্যান্সে আমরা সন্তুষ্ট।
ছবি- ওয়ার্ল্ড আর্চারি/আর্চারি অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া