ভারতীয় হকিতেও করোনার ছোবল, সংক্রমিত মহিলা দলের অধিনায়ক সহ ৭ খেলোয়াড়

এবার ভারতীয় হকিতে আছড়ে পড়ল করোনা ভাইরাসের ঢেউ। অধিনায়ক রানি রামপাল সহ দেশের মহিলা হকি দলের মোট সাত জন খেলোয়াড় কোভিড ১৯-এ সংক্রমিত হয়েছেন বলে জানানো হয়েছে। দলের দুই সাপোর্ট স্টাফের কোভিড ১৯ টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে বলেও খবর। আইসোলেশনে পাঠানো মহিলা হকি দলের ওই সাত সদস্যের শারীরিক অবস্থায় স্থিতিশীল বলে জানানো হয়েছে। প্রত্যেকের শরীরে কোভিড ১৯-এর মৃদু সংক্রমণ পরিলক্ষিত হয়েছে।

২০২১ সালের টোকিও অলিম্পিক ও তার প্রস্তুতি পর্বকে মাথায় রেখে কোয়ারেন্টাইন পর্ব শেষ করে বেঙ্গালুরুর স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া বা সাইয়ের ক্যাম্পে ভারতের মহিলা হকি দলের অনুশীলন শুরু হয়েছিল। নিয়ম মনে দলের সব খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফদের কোভিড ১৯ টেস্ট করা হয়েছিল। ২৪ এপ্রিল সাইয়ের হাতে সবার টেস্ট রিপোর্ট এসে পৌঁছয়। তা থেকে জানা যায় যে অধিনায়িকা রানি রামপাল সহ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন দলের সাত জন খেলোয়াড়। ভারতীয় মহিলা হকি দলের দুই সাপোর্ট স্টাফের কোভিড ১৯ টেস্ট পজিটিভ এসেছে বলে জানানো হয়েছে।

রানি রামপাল ছাড়াও ভারতীয় মহিলা হকি দলের করোনা আক্রান্ত খেলোয়াড়দের মধ্যে রয়েছেন সবিতা পুনিয়া, শর্মিলা দেবী, রজনী, নভজোৎ কৌর, নভনীত কৌর এবং সুশীলা। পরিস্থিতির গুরুত্ব বুঝে আপাতত বেঙ্গালুরুর সাইতে ২৫ সদস্যের ওই হকি দলের অনুশীলন সাময়িক বন্ধ রাখা হয়েছে। ফের কবে শুরু হবে শিবির, তা অবশ্য বলা হয়নি।

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে সাড়ে তিন লক্ষেরও বেশি মানুষ। যা বিশ্ব রেকর্ড। সবমিলিয়ে দেশে কোভিড ১৯ আক্রান্তের সংখ্যা ১ কোটি ৭২ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। প্রাণ হারিয়ে ১ লক্ষ ৯৫ হাজারেরও বেশি মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নাজেহাল প্রশাসনের চিন্তা বাড়িয়েছে দেশে অক্সিজেনের ঘাটতি। পরিস্থিতি সামলাতে বিদেশ থেকে সাহায্য প্রার্থনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার।