ধূলিঝড়ের সঙ্গে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস
নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে পশ্চিমী হিমালয়ে। যার জেরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে কাশমীর, লাদাখ, গিলগিট , বালতিস্তান, মুজফফরাবাদ, হিমাচলপ্রদেশ এবং উত্তরাখণ্ডে। ২৯-৩০ তারিখ নাগাদ রাজস্থানে বজ্রবিদ্যুৎ-সহ ঝড় কিংবা ধূলোর ঝড় হতে পারে। অন্যদিকে দক্ষিণভারতে আগামী চার থেকে পাঁচদিন বৃষ্টি হতে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়া
সোমবার বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের কোনও জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই। তবে পরবর্তী ২৪ ঘন্টায় অর্থাৎ বুধবার নাগাদ দার্জিলিং এবং কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। তবে বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। বৃহস্পতি এবং শুক্রবার নাগাদ উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানানো হয়েছে। আগামী দুদিন তাপমাত্রা দুডিগ্রি বাড়লেও, তারপরের তিন দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে বলে জানানো হয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টায়, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং হাওড়ার কোনও কোনও জায়গায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। বাকি জেলাগুলির পরিস্থিতি স্বাভাবিক থাকবে। অন্যদিকে বৃহস্পতি ও শুক্রবার নাগাদ এই জেলাগুলিতেই বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়ও ঝড়বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে উত্তর ২৪ পরগনা এবং হুগলিতেও। উত্তরবঙ্গের মতোই দক্ষিণবঙ্গেও আগামী দুদিন তাপমাত্রা ২ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। পরবর্তী তিনদিন তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে।
বাম-জোট সংখ্যালঘু ভোটে থাবা বসালে বিজেপিরই লাভ, সিঁদুরে মেঘ দেখছে তৃণমূল
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ৪০.৪
বালুরঘাট ৩৫.৬
বাঁকুড়া ৪০.২
ব্যারাকপুর
বহরমপুর ৩৯.৬
বর্ধমান ৩৮.৮
ক্যানিং ৩৯
কোচবিহার ৩৬
দার্জিলিং ২৩.৫
দিঘা ৩৫.৭
কলকাতা ৩৯
মালদহ ৪০
পানাগড়
পুরুলিয়া ৪০.৩
শিলিগুড়ি
শ্রীনিকেতন ৩৮.৪