আইপিএলে বিদেশি নিয়ে ঘোর সমস্যায় রাজস্থান রয়্যালস। চার বিদেশিকে নানা কারণে এবার আইপিএলে পাচ্ছে না সঞ্জু স্যামসনের দল। বাধ্য হয়ে তাই ক্রিকেটার ধার চেয়ে বাকি দলগুলির কাছে চিঠি পাঠাল রাজস্থান রয়্যালস।
(ছবি: বিসিসিআই/আইপিএল)
জোফ্রা আর্চার, বেন স্টোকসকে চোটের কারণে আইপিএলে পাবে না রাজস্থান। জৈব সুরক্ষা বলয়ে টানা থাকার ক্লান্তির কারণ দেখিয়ে দেশে ফিরেছেন ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোন। করোনা ভীতিতে অস্ট্রেলিয়া ফিরে গিয়েছেন পেসার অ্যান্ড্রু টাই। প্রথম একাদশে চার বিদেশি রাখা যায়। চার বিদেশিকে হারিয়ে রাজস্থান রয়্যালসের হাতেও এখন রয়েছেন মাত্র চার বিদেশিই। তাঁরা হলেন জস বাটলার, মুস্তাফিজুর রহমান, ডেভিড মিলার ও ক্রিস মরিস।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কেন রিচার্ডসন ও অ্যাডাম জাম্পাও দেশে ফেরার পথেই হেঁটছেন করোনা ভীতিতে। তবে চার বিদেশিকে আইপিএলে না পেয়ে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে রাজস্থান রয়্যালস। সে কারণেই ক্রিকেটার ধার চেয়ে চিঠি দিতে বাধ্য হয়েছে তারা। যদিও এখনও সমস্যা মেটার কোনও ইঙ্গিত মেলেনি।
আইপিএলের লোন উইন্ডো খুলেছে গতকাল থেকে। লিগ পর্যায় শেষ হওয়া অবধি তা খোলা থাকবে। চলতি আইপিএলে দুটির বেশি ম্যাচ খেলেননি এমন ক্রিকেটারকে লোন উইন্ডোর মাধ্যমে এক দল থেকে অন্য দলে নিতে পারে কোনও ফ্র্যাঞ্চাইজি। তবে তিনি যে দল থেকে অন্য দলে যাবেন সেই দলের বিরুদ্ধে তিনি খেলতে পারবেন না। এটাই আইপিএলের নিয়ম।
পাঁচটি ম্যাচের দুটিতে জিতেছে রাজস্থান রয়্যালস। আগের ম্যাচে কলকাতা নাইট রাইজার্সকে হারানো সঞ্জু স্যামসনরা এরপর নামবেন বৃহস্পতিবার দিল্লিতে। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। পয়েন্ট তালিকায় ছয়ে রয়েছে রাজস্থান। ফলে প্লে অফে ওঠার আগে চার ক্রিকেটারের বিকল্প পেতে মরিয়া হয়ে উঠেছেন স্যামসনরা।