মহারাষ্ট্র, উত্তর প্রদেশে তো ভোট হচ্ছে না, করোনা নিয়ে কমিশনকে ভর্ৎসনা করা নিয়ে পাল্টা যুক্তি শমীকের

বিহার, উত্তর প্রদেশ, মহারাষ্ট্রে তো ভোট হচ্ছে না। তাহলে এই রাজ্যগুলিতে করোনা সংক্রমণ বাড়ল কী করে। মাদ্রাজ হাইকোর্টের ভর্ৎসনা নিয়ে পাল্টা দাবি বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের। প্রসঙ্গত উল্লেখ্য দেশে করোনা ভাইরাসের সেকেন্ড ওয়েভের জন্য কমিশনকে দায়ী করে কমিশনের বিরুদ্ধে খুনের মামলা রুজু করার হুঁশিয়ারি দিয়েছে মাদ্রাজ হাইকোর্ট। করেনা বিধি সঠিক মেনে যতি ভোটের কাজ করাতে না পারে তাহলে ২ মে ভোট গণনা বন্ধ করে দেওয়া হতে পারে বলেও হুঁশিয়ার করেছে আদালত।

কমিশনকে ভর্ৎসনা

দেশের সেকেন্ড ওয়েভ তৈরি করেছে নির্বাচন কমিশনই। মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেছেন কমিশন কোভিড বিধি নিয়ে কড়া পদক্ষেপ না করার কারণেই এই বিপুল করোনা সংক্রমণ ছড়িয়েছে দেশে। কমিশনের কারণেই ভয়াবহ আকার নিয়েছে দেশের সেকেন্ড ওয়েভ। তাই কমিশনের বিরুদধে খুনের মামসা রুজু করা উচিত বলে পর্যবেক্ষণে জািনয়েছেন প্রধান বিচারপতি।

২ মে গণনা বন্ধের হুঁশিয়ার

মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি দেশের করোনা ধাক্কা নিয়ে উদ্বেগ প্রকাশ করে কমিশনকে রীতিমতো ভর্ৎসনা করেছেন। তিনি হুঁশিয়ার করে বলেছেন কমিশন যদি এর পরেও যথাযত কোভিড বিধি না মানে তাহলে ২ মে ভোটের গণনা বন্ধ করে দেওয়া হবে। প্রসঙ্গত উল্লেখ্য ২ মে পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের গণনা হওয়ার কথা। আর মাত্র হাতে গোনা দিন রয়েছে তার জন্য।

কমিশনের পাশে বিজেপি

মাদ্রাজ হাইকোর্টের বিচারপতির এই মন্তব্যের পর বিজেপি নেতা শমীক ভট্টাচার্য সাংবাদিক বৈঠক করে দাবি করেছেন, বিহার, উত্তর প্রদেশ, মহারাষ্ট্রের মতো রাজ্যগুলিতে তো ভোট হচ্ছে না। তাহলে এই রাজ্যগুলিতে এতো সংক্রমণ কেন। প্রসঙ্গত উল্লেখ্যসংক্রমণের শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। সর্বাধিক সংক্রমিত রাজ্যগুলির মধ্যে রয়েছে বিহার , উত্তর প্রদেশ। দুটি রাজ্যেই সরকার বিজেপির এবং বিজেপি জোটের।

সংখ্যালঘু ভোট কি ধরে রাখতে সক্ষম হবে তৃণমূল, একুশের যুদ্ধ শেষে রয়েই গেল সংশয়

Know all about
মমতা বন্দ্যোপাধ্যায়।