সংখ্যালঘু ভোটের একটা উল্লেখযোগ্য অংশ হারাবে তৃণমূল
এখন প্রশ্ন হল, তৃণমূলের দিকে ছিল সিংহভাগ সংখ্যালঘু ভোট। সেই ভোট কি তৃণমূল এবার ধরে রাখতে পারবে? তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তা নিয়ে সন্দিহান। তৃণমূল রাজ্যে ক্ষমতায় আসার পর সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলে উল্লেখ্যযোগ্যভাবে ভালো ফল করেছে। কিন্তু রাজনৈতিক মহল মনে করছে, ২০২১-এ সংখ্যালঘু ভোটের একটা উল্লেখযোগ্য অংশ হারাতে হবে।
সপ্তম দফায় ২২টি কেন্দ্রেই সংখ্যালঘুরা বড় ফ্যাক্টর
তৃণমূলও নিশ্চিত নয় যে তারা পুরো সংখ্যালঘু ভোট দখলে রাখতে পারবে বা সংখ্যালঘু অধ্যুষিত আসনগুলি দখলে রাখতে পারবে। সপ্তম দফায় দক্ষিণ দিনাজপুর, মালদহ ও মুর্শিদাবাদের সংখ্যালঘু অধ্যুষিত ২১টি আসনে ভোট হচ্ছে। কলকাতা বন্দর আসনটিও সংখ্যালঘু অধ্যুষিত। এই ২২টি কেন্দ্রেই সংখ্যালঘুরা বড় ফ্যাক্টর।
১০ বছরে তৃণমূলের বিরুদ্ধে মানুষের ক্ষোভ বহুগুণ বেড়েছে
এখন এইসব কেন্দ্রের মধ্যে তৃণমূল কতগুলি আসন দখলে রাখতে পারে, তা নিয়ে সংশয়ে আছে তৃণমূলও বিশেষ করে মালদহ, মুর্শিদাবাদ ও দক্ষিণ দিনাজপুরে তাঁরা কতটা কামব্যাক করতে পারবে, তা নিয়ে প্রশ্ন রয়েই যায়। তৃণমূল ১০ বছর ক্ষমতায় রয়েছে, ফলে ইনকামবেন্সি ফ্যাক্টর রয়েছে। তার উপর বিজেপি শক্তিশালী হওয়ার তৃণমূলের বিরুদ্ধে মানুষের ক্ষোভও বহুগুণ বেড়েছে।
বিজেপিও সংখ্যালঘুদের প্রার্থী করার সাহস দেখিয়েছে
তৃণমূলের একটা মস্তবড় সমস্যা হল দুর্নীতি ও অনিয়ম। স্বজনপোষণের অভিযোগও তৃণমূলের বিরুদ্ধে বাসা বেঁধেছে। তৃণমূলের নিচু তলার নেতৃত্বের বিরুদ্ধে তিতিবিরক্ত কিছু মানুষ। এই দলে সংখ্যালঘুদেরও একাংশ রয়েছে। সংখ্যালঘুদের একাংশ তৃণমূলকে শিক্ষা দিতে চায়। সেইজন্যেই ফুরফুরা শরিফের পিরজাদা যেমন নতুন দল গড়েছেন, তেমনই বিজেপিও সংখ্যালঘুদের প্রার্থী করার সাহস দেখিয়েছে।
মাই নেম ইজ এন মণ্ডল, হুঁশিয়ারি দিয়ে সায়নী বললেন উত্তর ২ মের পরে
মুসলিম মহিলাদের একটা অংশ বিজেপিকে ভোট দেবে
বিজেপি এবার মোট ৯ জন সংখ্যালঘু প্রার্থী করেছে। তার মধ্যে মুর্শিদাবাদে ৫ জনকে প্রার্থী করেছে। আবার মালদহ ও উত্তর দিনাজপুরে ২ জন করে সংখ্যালঘু প্রার্থী করেছে। বিজেপি আশাবাদী সংখ্যালঘু ভোটের একটা অংশ তারাও পাবে। তিন তালাক আইনকে ভর করে মুসলিম মহিলাদের একটা অংশ বিজেপিকে ভোট দেবেন বলে মনে করছে পদ্মশিবির।
আইএসএফের সমর্থনে বাম-কংগ্রেস জোটে ফিরবে সংখ্যালঘু ভোট
আবার আইএসএফের সমর্থনে বাম-কংগ্রেস জোটও তাদের হারানো সংখ্যালঘু ভোট ফেরাতে সক্ষম হবে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। আবার মুর্শিদাবাদের মতো জেলায় কংগ্রেসের সঙ্গে আইএসএফের জটে একটা সমস্যা তৈরি হয়েছে। এর ফলে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব মনে করছে জোটের ভোট ভাগ হলে আদতে লাভ হবে তাদেরই।
তৃণমূল খানিক বেকায়দায় পড়বে সংখ্যালঘু ভোট ভাগ হলে
পশ্চিমবঙ্গে প্রায় শ-খানেক বিধানসভা কেন্দ্রে জয় পরাজয় নির্ধারণ করে দেয় সংখ্যালঘু ভোট। মালদহ ও মুর্শিদাবাদ মিলিয়ে এমন আসন রয়েছে ৩৪টি। সেখানে যদি জোট বেশ কিছু আসনে জেতে এবং কিছু আসনে সংখ্যালঘু ভোট কেটে বিজেপির সুবিধা করে দেয়, তবে তৃণমূল খানিক বেকায়দায় পড়বে বলেই মনে করছে রাজনৈতিক মহল।