সোনার দাম ২৬ এপ্রিল
সোনার দাম মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে দাঁড়িয়েছে ১০ গ্রামে ৪৭,৪৯৭ টাকা। গত ২ টি সেশনে সোনার দাম কার্যত সাপ-লুডোর মতো পতন দেখে। এর আগে যদিও ২ মাসের তুলনায় সোনার দাম গত সপ্তাহেই সবচেয়ে বেশি ছিল। সেই সময় সোনালী ধাতুল মূল্য ছিল ৪৮,৪০০ টাকা।
রুপোর দাম
এদিন রুপোর দাম ১ কেজিতে ০.২৬ শতাংশ নেমেছে। ফলে ১ কেজিতে রুপোর দাম দাঁড়িয়েছে ৬৮,৪৯৩ টাকা। প্রসঙ্গত, এদিন স্পট গোল্ডের দাম বেড়েছে। প্রতি আউন্সে স্পট গোল্ডের দাম ০.১ শতাংশ বেড়ে হয়েছে, ১,৭৭৯.৩৬ ডলার।
কলকাতায় দর একনজরে
কলকাতায় সোনার দাম ২২ ক্যারেটে এদিন হয়েছে ৪৭,৪২০ টাকা। ২৪ ক্যারেটে দাম হয়েছে সোনার ৪৯,৬৯০ টাকা। প্রসঙ্গত, শুক্রবার কলকাতায় ২২ ক্যারেটে সোনার দাম ৪৭,৭৫০ টাকা ছিল। এদিকে, ২৪ ক্যারেটে শহরে সোনার দাম ৫০,০২০ টাকা ছিল। সেই জায়গা থেকে সোনার দাম ২৪ ক্যারেটে খানিকটা নেমে আসায় কিছুটা স্বস্তি গহনা ব্যবসায়ীদের তরফে।
অন্যান্য শহরে সোনার দাম
সোনার দাম চেন্নাইতে ২২ ক্যারেটে ৪৪,৮২০ টাকা, ২৪ ক্যারেটে সোনার দাম ৪৮,৯০০ টাকা। মুম্বইতে সোনার দাম ৪৪,৯৩০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৪৫,৯৩০ টাকা। দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৬,২৩০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৫০,৪৫০ টাকা।
(তথ্য সূত্র -গুড রিটার্নস)