আতলেতিকো মাদ্রিদের হার আর বার্সেলোনার জয়ে জমে গেল লা লিগার খেতাবি দৌড়

শীর্ষস্থান এখনও ধরে রাখলেও ফের হোঁচট খেল আতলেতিকো মাদ্রিদ। শনিবার রিয়াল মাদ্রিদ রিয়াল বেতিসের সঙ্গে গোলশূন্য ড্র করে দ্বিতীয় স্থান ধরে রেখেছিল। তবে বার্সেলোনা ভিলারিয়ালের বিরুদ্ধে মূল্যবান তিন পয়েন্ট তুলে নেওয়ায় আরও জমে গেল লা লিগার খেতাবি দৌড়। তুলনায় কিছুটা পিছিয়ে থাকলেও সেভিয়াও কিন্তু রয়েছে খেতাবি দৌড়ে।

FT in Bilbao. pic.twitter.com/drXmUhaW74

— Atlético de Madrid (@atletienglish) April 25, 2021

বল দখলের লড়াইয়ে অ্যাথলেটিক ক্লাবের বিরুদ্ধে এগিয়ে থাকলেও কাজের কাজ করতে ব্যর্থ এখনও লা লিগার শীর্ষে থাকা আতলেতিকো মাদ্রিদ। ৮ মিনিটে আলেজান্দ্রো বেরেঙ্গুয়ার রেমিরোর গোলে এগিয়ে যায় অ্যাথলেটিক ক্লাব। ৭৭ মিনিটে স্তেফান সাভিচের করা গোলে সমতা ফেরায় আতলেতিকো মাদ্রিদ। যদিও ৮৬ মিনিটে অ্যাথলেটিকের হয়ে জয়সূচক গোলটি করেন ইনিগো মার্টিনেজ। এই পরাজয়ের ফলে ৩৩টি ম্যাচ খেলে ৭৩ পয়েন্টে দাঁড়িয়ে রইল আতলেতিকো মাদ্রিদ। শনিবার এলচের বিরুদ্ধে খেলার পর তারা বার্সার মুথোমুথি হবে মে মাসের ৮ তারিখ।

💪🔵🔴 pic.twitter.com/G7hnHzCfrV

— FC Barcelona (@FCBarcelona) April 25, 2021

আতলেতিকো মাদ্রিদকে অ্যাথলেটিক রুখে দেওয়ায় সুবিধা হয়ে গেল বার্সেলোনার। কেন না, লা লিগার শীর্ষস্থান দখলের হাতছানি মেসিদের সামনে। এক ম্য়াচ কম খেলে আতলেতিকো মাদ্রিদের সঙ্গে বার্সার পয়েন্টের ব্যবধান মাত্র দুই। বৃহস্পতিবার আটে থাকা গ্রানাদাকে হারালেই লা লিগার পয়েন্ট তালিকায় শীর্ষে চলে আসবে বার্সেলোনা। গতকাল ভিলারিয়ালকে ২-১ গোলে হারিয়েছে বার্সা। স্যামুয়েল চুকউইজের গোলে ভিলারিয়াল এগিয়ে যাওয়ার দুই মিনিট পরেই সমতা ফেরান আন্তোনিও গ্রিজম্যান। এরপর তিনিই ৩৫ মিনিটে জয়সূচক গোল করে বার্সাকে এগিয়ে দেন। এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের কাছে পরাজয়ের পর টানা দ্বিতীয় ম্যাচ জিতল বার্সেলোনা।

The best of the action from another wonderful day at Wembley! 🏆

🔷 #ManCity | https://t.co/axa0klD5re pic.twitter.com/Q2I5vqlRdF

— Manchester City (@ManCity) April 25, 2021

এরই মধ্যে এলো সুখবর। ম্যাঞ্চেস্টার সিটির ডিফেন্ডার এরিক গার্সিয়া আগামী মরশুমে খেলবেন বার্সায়। টটেনহ্যাম হটস্পারকে ১-০ গোলে হারিয়ে অষ্টমবারের জন্য ইএফএল কাপ জেতার পর এ কথা জানিয়েছেন ম্যান সিটির ম্যানেজার পেপ গুয়ার্দিওলা।

গ্রানাদাকে ২-১ গোলে হারিয়ে খেতাবি দৌড়ে রয়েছে সেভিয়াও। ৩৩ ম্যাচে সেভিয়ার পয়েন্ট ৭০। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের ঝুলিতে ৩৩ ম্যাচে ৭১ পয়েন্ট। সেভিয়া ম্যাচে ঘটেছে এক অভিনব ঘটনা। দ্বিতীয়ার্ধে চার মিনিট ইনজুরি টাইম দেওয়া হলেও রেফারি তিন মিনিট পরই ম্যাচ শেষের বাঁশি বাজিয়ে দেন। গ্রানাডার খেলোয়াড়রা প্রতিবাদ করলে ভিডিও রিভিউয়ে দেখা যায় সত্যিই এক মিনিট কম খেলিয়েছেন রেফারি। এরপর এক মিনিট খেলা হতেই দ্বিতীয়বারের জন্য ম্যাচ শেষের বাঁশি বেজে ওঠে।