গার্ডেনরিচে উত্তেজনা
সকাল থেকেই গার্ডেনরিচে দফায় দফায় উত্তেজনা তৈরি হয়েছে। তৃণমূল কংগ্রেস প্রার্থী ফিরহাদ হাকিমের সামনেই জমায়েত নিয়ে উত্তেজনা তৈরি হয়। পরে প্রার্থী নিজেই উদ্যোগী হয়ে তাঁদের সরিয়ে দেন। পরে আবার বন্দর এলাকায় ভোটারদের স্লিপ ছিঁড়ে দেয়ার অভিযোগ উঠেছে কংগ্রেস প্রার্থী মহম্মদ মোক্তারের বিরুদ্ধে। সঙ্গে সঙ্গে সেখানে স্কুটার নিয়ে ছুটে যান তৃণমূল কংগ্রেস প্রার্থী।
ফিরহাদকে ঘিরে জয় শ্রীরাম স্লোগান
ফিরহাদ হাকিমের সকাল থেকেই একাধিক বুথ পরিদর্শন করে চলেছেন। তারাতলায় তৃণমূলের ক্যাম্প অফিস পরিদর্শনে গেলে জয় শ্রীরাম স্লোগান দেয়া হয় ফিরহাদ হাকিমকে দেখে। ক্যাম্প অফিসের সামনে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী যখন কথা বলছিলেন তখন কিছু দূর থেকে দাঁড়িয়ে বিজেপি কর্মী সমর্থককা জয় শ্রীরাম স্লোগাদ দিতে শুরু করেন। ফিরহাদের দেহরক্ষীরা তাঁদের সরাতে উদ্যোত হলে তিনি বারণ করেন। পরে ক্যাম্প অফিসের তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা পাল্টা জয় বাংলা এবং খেলা হবে স্লোগান দিতে শুরু করেন।
সপ্তম দফার ভোট বাংলায়
সপ্তম দফার ভোটে চলছে বাংলায়। কলকাতা, মালদহ, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমানে চলছে ভোট। দক্ষিণ কলকাতায় হেভিওয়েট কেন্দ্রে চলছে ভোট গ্রহন। ভবানীপুর, বালিগঞ্জ, রাসবিহারী, কলকাতা বন্দর সহ একাধিক কেন্দ্রে চলছে ভোট গ্রহন। ইতিমধ্যেই ভোট দিয়েছেন একাধিক হেভিওয়েট প্রার্থী থেকে নেতা মন্ত্রী। সকাল সকাল ভোট দিয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোট দিয়েছেন দেবাশিস কুমার, সুব্রত মুখোপাধ্যায়, নুসরত জাহানরা।
তৃণমূল এজেন্টকে কেনার চেষ্টা, বিরোধী প্রার্থীর ট্র্যাক রেকর্ড খারাপ, বিস্ফোরক ফিরহাদ
সপরিবারে ভোট দিলেন ফিরহাদ
সকাল থেকে একাধিক বুথে বুথে ভোট ঘুরে দেখছেন ফিরহাদ হাকিম। বেলার দিকে চেতলা গার্লসে গিয়ে সপরিবারে ভোট দেন ফিরহাদ হাকিম। চেতলার একাধিক বুথে গিয়ে তিনি ভোট কেমন হচ্ছে খতিয়ে দেখেছেন তিনি।