২০২১-র ভোট ঘিরে নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বামেরা। লড়াইয়ের ভার যুবশক্তির হাতে তুলে দিয়েছেন প্রবীণ নেতারা। এবারেই নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারলেন না রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। চিকিৎসকরাই তাঁকে বাড়িতে থাকার পরামর্শ দিয়েছেন। নিয়ম অনুযায়ী পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন না তিনি। কাজেই এবার আর ভোট দিতে পারবেন না রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।