রবিবার রাতে গুজরাতের সুরাতের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে আগুন ধরে যায়। ওই ওয়ার্ডে সেই সময় ভর্তি ছিলেন ১৬ জন গুরুতর কোভিড রোগী। তাঁদেরকে হাসপাতাল কর্তৃপক্ষ নিরাপদ স্থানে সরিয়ে দেয় রাতেই। আগুন লাগার ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
সুরাতের স্টেশন রোডে অবস্থিত বহুতল ভবনের পঞ্চম তলে আয়ুশ হাসপাতালে রবিবার রাত ১১টা ৪০ নাগাদ আগুন লাগে। সেই সময় আইসিইউতে ১৬ জন রোগী ছিলেন তাঁদের উদ্ধার করে নিরাপদ জায়গায় স্থানান্তর করা হয়। সুরাত মিউনিসিপ্যাল কমিশনের মুখ্য ফায়ার আধিকারিক বসন্ত পারেখ বলেন, 'পঞ্চম তলে অবস্থিত হাসপাতালের আইসিইউতে ১৬ জন কোভিড রোগী ভর্তি ছিলেন। দমকল বাহিনী ১১ জনকে উদ্ধার করে তাঁদের এবং বাকি পাঁচজনকে হাসপাতালের কর্মীরা উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে যান।’ তিনি এও জানিয়েছেন যে শর্ট সার্কিট বা অতিরিক্ত বিদ্যুতের বোঝা বহন করতে না পেরে আগুন ধরে যায় এসি মেশিনে।
দমকল বাহিনীর কর্মীরা ১১ জন রোগীকে উদ্ধার করেন। তাঁদের মধ্যে পাঁচজনকে নিয়ে যাওয়া হয় সরকারি হাসপাতালে, চারজনকে সঞ্জীবনী হাসপাতালে এবং বাকি ২ জনকে আয়ুশ হাসপাতালের অন্য তলের ওয়ার্ডে নিরাপদে রাখা হয়। তবে হাসপাতাল কর্মীরা যে পাঁচজনকে উদ্ধার করেছে তাঁদের কোথায় নিয়ে যাওয়া হয়েছে তা খোঁজ চালানো হচ্ছে। হাসপাতালে আগুন লাগার পর ১৫ টি দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনার জন্য আসে। তবে আধঘণ্টার মধ্যে দু’টি ইঞ্জিনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে চলে আসে।
অক্সিজেনের অভাবের মাঝেই মুম্বই জুড়ে ভেন্টিলেটরের আকাল, চূড়ান্ত ভোগান্তি কোভিড রোগীদের
অন্যান্য রাজ্যের মতো গুজরাতের কোভিড–১৯ পরিস্থিতিও খুব একটা ভালো নয়। রাজ্যে দৈনিক সংক্রমণ ও মৃত্যু ক্রমে বাড়ছে। তার ওপর রাজ্যের বিভিন্ন শ্মশানে মৃতদেহের রাশে নাজেহাল কর্মীরাও। যদিও রাজ্যে করোনায় মৃতের প্রকৃত সংখ্যা গোপন করে যাচ্ছে সরকার।