বাংলায় প্রবেশ করতে গেলে এই ৯ রাজ্যের বিমানযাত্রীদের পেশ করতে হবে কোভিড নেগেটিভ রিপোর্ট! আজ থেকে নয়া বিধি লাগু

কয়েকদিন আগেই জানানো হয় যে বাংলার বুকে নির্দিষ্ট ৪ রাজ্য থেকে পা রাখলেই কোভিড নেগেটিভ রিপোর্টের প্রয়োজন ছিল। সেই সমস্ত রাজ্য়ের মধ্যে মহারাষ্ট্র, কর্ণাটক, তেলাঙ্গানা, কেরল ছিল। এবার ৪ থেকে ৯ হয়েছে এই সমস্ত রাজ্যের সংখ্যা। যেখান থেকে বাংলায় এলেই প্রয়োজন কোভিড নেগেটিভ রিপোর্ট। তবে এটি শুধুমাত্র আকাশপথে বাংলায় আসা যাত্রীদের জন্যই লাগু হয়েছে।

ভোটের বাংলায় প্রবেশ ও কোভিড পরিস্থিতি

ক্রমেই বাংলায় ভয়াবহ হচ্ছে বাংলার করোনা পরিস্থিতি। ভোটমুখী রাজ্যে হু হু করে বাড়ছে করোনা। প্রায় ১৬ হাজারের দৈনিক আক্রান্তের সংখ্যা নিয়ে এদিন বাংলায় করোনা পরিস্থিতি ভয়াবহ দিকে যেতে শুরু করেছে এরই মধ্যে আজ থেকে নয়া বিধি লাগু হয়েছে বাংলায়।

কোন ৯ রাজ্য থেকে এলেই কোভিড নেগেটিভ রিপোর্ট প্রয়োজন?

প্রসঙ্গত, আকাশপথে দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাত,ছত্তিশগড় থেকে বাংলায় প্রবেশ করলেও এবার থেকে লাগবে কোভিডের নেগেটিভ রিপোর্ট। এছাড়াও কেরল, মহারাষ্ট্র, কর্ণাটক, তেলাঙ্গানাও রয়েছে তালিকায়।

যাত্রার কত ঘণ্টা আগের রিপোর্ট চাই?

প্রসঙ্গত, বাংলায় প্রবেশের ৭২ ঘণ্টা আগে এই টেস্ট করাতে হবে। তারপর তার রিপোর্ট আসলে , তা সঙ্গে নিয়ে পশ্চিমবঙ্গে আসতে হবে। ফলে ৪ থেকে বেড়ে আপাতত ৯ রাজ্য থেকে বাংলায় আসা মানুষকে কোভিড নেগেটিভ রিপোর্ট নিয়ে প্রবেশ করতে হবে। এদিকে, ভোটের অষ্টম দফার মধ্যে করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে বাংলা জুড়ে। একাধিক প্রার্থী থেতে পার্টি সদস্যরা ধীরে ধীরে আক্রান্ত হতে শুরু করেছেন করোনায়। তারই মাঝে এসেছে এই নয়া বার্তা।

মমতার বার্তা ও করোনা পরিস্থিতি

বাংলায় শেষ ২৪ ঘণ্টার রিপোর্ট বলছে, করোনায় রাজ্যে আক্রান্ত ১৫,৮৮৯ জন। ভয়াবহ পরিস্থিতি ২৪ পরগনা থেকে কলকাতায়। শেষ ২৪ ঘণ্টায় ৫৭ জনের মৃত্যু হয়েছে রাজ্য়ে। এদিকে, বহু আগেই মমতা বন্দ্যোপাধ্যায় একটি জনসভায় দাবি করেন , বাংলার বাইরে থেকে আসলে কোভিডি নেগেটিভ রিপোর্ট নিয়ে আসতে হবে রাজ্যে। তারপরই এই সিদ্ধান্তের কথা প্রকাশ্যে আসে।