মুর্শিদাবাদের রানিনগরে বিজেপি প্রার্থীর গাড়িতে হামলার অভিযোগ, এজেন্টকে মারধর

মুর্শিদাবাদের রানিনগরে বিজেপি প্রার্থীর গাড়িতে হামলা চালানোর অভিযোগ। রানিনগরের ১৭৬ নম্বর বুথে যাওয়ার সামনে সশস্ত্র দুষ্কৃতীরা তাঁর গাড়ি আটকায় বলে অভিযোগ। তারপরে তাঁর গাড়িতে হামলা চালানো হয়। লোহার রড দিয়ে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ।

মহিলা ভোটারদের বাধা দেওয়া হচ্ছে অভিযোগ পেেয় সকালেই রানিনগরে ১৭৬ নম্বর বুথে যান বিজেপি প্রার্থী মাতোয়ারা খাতুন। তখনই তাঁর গাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ। লাঠি,লোহার রড বোমা নিয়ে হামলা চালানো হয়। এমনকী প্রকাশ্যে তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেছে বিজেপি প্রার্থী মাসোহারা হাতুন। প্রায় ১ ঘণ্টা পর সেখানে পুলিশ আসে বলে অভিযোগা করেছেন তিনি।

তৃণমূল কংগ্রেস প্রার্থীর অভিযোগ বিজেপির কোনও লোক নেই সেখানে। হারবে বুঝেই এই সব অভিযোগ করছেন তিনি। কমিশনের পক্ষ েথকে বিজেপি প্রার্থীর গাড়িতে হামলার অভিযোগ উড়িয়ে দিয়েছেন। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে কোনও রকম হামলা বিজেপি প্রার্থীর উপর হয়নি। ওসি সেখানে গিয়ে ঘটনাস্থল খতিয়ে দেখে তারপর রিপোর্ট দিয়েছে।