মেষ: সামাজিক কাজে দিন ভালো কাটবে। কর্মক্ষেত্রে সুনাম বজায় থাকবে সহকর্মীদের কাছে। অন্যদের সঙ্গে মিলিতভাবে কাজ করে নিজের মধ্যে উদ্দীপনা বজায় রাখুন। পারিবারিক কোনো যৌথ কাজে আনন্দ পাবেন।

বৃষ: কর্মপ্রার্থীরা কোনো আর্থিক রোজগারের জন্যে ভালো কাজের আশ্বাস পেতে পারেন। কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন আপনি। প্রত্যাশিত অর্থলাভে বাধা আসার সম্ভাবনা।

মিথুন: ভালো কাজের স্বীকৃতি পাবেন। কোনো বন্ধু আপনার ভালো কাজের সমাধানে উপকারে আসতে পারে। ব্যবসায়ীদের উপার্জন বৃদ্ধি পাবে। প্রেম ভাগ্য ভালো।

কর্কট: ভালো কাজের সন্ধান আসতে পারে। পারিবারিক জটিলতা মিটে যাওয়ার সম্ভাবনা। কল্যাণকর কাজে যুক্ত থাকবেন। বিনিয়োগ তেমন ভালো ফল দেবে না। পারিবারিক কলহে জড়াবেন না।

আরো পোস্ট- বিধবাদের এই গ্রামে যাবেন নাকি…

সিংহ: কোনো ভালো পরিকল্পনার অগ্রগতি হবে। সন্তানের শিক্ষা নিয়ে ইতিবাচক সংবাদ পাবেন। কোনো যোগাযোগে লাভজনক কাজের সুযোগ পেতে পারেন। অতিথি আসতে পারে।

কন্যা: সামাজিক সম্মান বাড়বে আপনার। আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ আসবে। সঠিক পরিশ্রমের ভালো ফল লাভ হবে। কাজে বাধা এলেও বেশি টিকবে না।

তুলা: নিজ ভাবনাকে প্রতিষ্ঠিত করতে পারবেন আপনি। বুদ্ধিবলে খারাপ পরিস্থিতিকেও অনুকূলে নিয়ে আসতে পারবেন। মানসিক স্থিরতা নষ্ট করবেন না।

বৃশ্চিক: কাজের পরিবেশ নিয়ে সমস্যা ও হতাশা দেখা দিতে পারে। ব্যয় বৃদ্ধির সম্ভাবনা আসতে পারে। শরীর ও মনের ওপর কিছুটা চাপ থাকবে।

ধনু: আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে পর্যাপ্ত সুযোগ পাবেন। আয়ের ক্ষেত্র প্রসারিত হবে। দীর্ঘমেয়াদি ও কম ঝুঁকিপূর্ণ ব্যবসায় ভালো করবেন।

মকর: কর্মক্ষেত্রে আর্থিক লাভ হবে। ব্যবসা-বাণিজ্যে অগ্রগতি হতে পারে। পেশাগত কাজে উন্নতি হবে। আপনার আশাবাদী মনকে আরো উজ্জীবিত করুন।

কুম্ভ: দিনের শুরুতে কিছু ভালো খবর পাবেন। মানসিক শক্তি ক্ষয় করার চেষ্টা করবে। বৈদেশিক যোগাযোগ আসতে পারে।

মীন: নতুন কোনো পরিকল্পনা নিয়ে দিন শুরু করুন। পরিবেশ অনুকূলে না-ও থাকতে পারে। কাছের কারুর অসুস্থতার খবর পেতে পারেন। কাজের ক্ষেত্রে সীমাবদ্ধতাকে জয় করতে হবে।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.