লাগামহীনভাবে বাড়তে শুরু করে দিয়েছে ভারতে করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৩,৪৯,৬৯১ জন। মৃতের সংখ্যা ২৭৬৭ জন। এই দুটি অঙ্কই নিঃসন্দেহে বড় ঘটনা ভারতের সাম্প্রতিক করোনা পরিস্থিতিতে।
প্রসঙ্গত গত ২৪ ঘন্টায় দেশে করোনা কাটিয়ে মুক্ত হয়েছেন ২,১৭,১১৩ জন। মোট আক্রান্তের সংখ্যা ১,৬৯,৬০,১৭২ জন। মোট সুস্থ হয়েছেন, ১৪০৮৫১১০ জন। মোট মৃতের সংখ্য়া ১৯২৩১১ জন। ২৫ এপ্রিল যে পরিসংখ্যান পেশ করা হয়েছে করোনা পরিস্থিতির জেরে, তাতে দেশে মোট অ্যাক্টিভ কেস ২৫ লাখের অঙ্ক পার করেছে। দেখা যাচ্ছে পরিসংখ্যানের নিরিখে এই অঙ্ক, ২৬,৮২,৭৫১ জন।
প্রসঙ্গত, প্রতিটি দিনই নতুন করে বিশ্ব রেকর্ড তৈরি করছে ভারতের করোনার দৈনিক পরিস্থিতি। ২৪ এপ্রিলের স্বাস্থ্য দফতরের রেকর্ডে বলা হয়েছিল, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে ফের নতুন রেকর্ড গড়ল ভারত। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩,৪৬,৭৮৬ জন। গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ২,৬২৪ জন। যদিও ২৪ ঘণ্টায় বেড়েছে সুস্থতার সংখ্যা। ২,৯,৮৩৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। এরপর সেই অঙ্ক থেকে ২৪ এপ্রিল আক্রান্তের অঙ্ক বেড়েছে। দৈনিক আক্রান্ত যেমনসাড়ে তিন লাখ হয়েছে, তেমনই মৃতের সংখ্যা গতকাল ২৬২৪ ছিল , তা থেকে বেড়ে হয়েছে ২৭৬৪ । এদিকে ভ্যাকসিনেশন হয়েছে দেশের ১৪,০৯,১৬,৪১৭ জনের।