কলকাতা: সোমবার, সপ্তাহের শুরুর দিন রাজ্যে সপ্তম দফার নির্বাচন(Assembly Election 2021)। সপ্তম দফায় রাজ্যের পাঁচ জেলার ৩৪ টি বিধানসভা আসনে ভোট। এই ৩৪টি বিধানসভার মধ্যে রয়েছে কলকাতার ভবানীপুর, বালিগঞ্জের মতো নজরকাড়া কেন্দ্রেও । এই দফায় ৩৬ আসনে(Assembly Constituency) ভোট হওয়ার কথা ছিল। কিন্তু সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে দুই প্রার্থীর মৃত্যুর পর ওই দুই আসনে ভোট আপাতত স্থগিত রাখা হয়েছে।

সপ্তম দফায় যে আসনগুলিতে ভোট হচ্ছে, সেই আসনগুলোতে ২০১৬ বিধানসভা নির্বাচনে তৃণমূল খুব একটা আশাব্যাঞ্জক ফল করতে পারেনি। ২০১৬-তে তৃণমূল পেয়েছিল ৩৭ শতাংশ ভোট। অন্যদিকে, বাম-কংগ্রেস জোট পেয়েছিল ৪৪ শতাংশ ভোট পেয়েছিল। বাম-কংগ্রেস জোট পেয়েছিল ২২ আসন। অন্যদিকে, তৃণমূল জিতেছিল ১৪ আসনে। বিজেপি কোনও আসন পায়নি।

তবে ২০১৯ এর লোকসভা নির্বাচনে এই ৩৪টি আসনের ছবিটাই । লোকসভা নির্বাচনের (Parliament Election 2019) ফলাফল অনুযায়ী, ১৬ টি বিধানসভা আসনে এগিয়ে রয়েছে বিজেপি (BJP)। চার আসনে এগিয়ে কংগ্রেস। বিজেপির প্রাপ্ত ভোট ছিল ৩৭ শতাংশ। তৃণমূলের (TMC) ৩৯ শতাংশ। কংগ্রেসের (Congress) শক্তঘাঁটি বলে পরিচিত মালদা ও মুর্শিদাবাদেও মোটেই ভালো ফল করতে পারেনি কংগ্রেস।

২০১৯-এর লোকসভা নির্বাচনের ফলের নিরিখে কোন আসনে কে এগিয়ে

সপ্তম দফায় কলকাতার ৪টি বিধানসভা আসনে ভোট
এই ৪টি আসনের মধ্যে রয়েছে কলকাতা বন্দর, ভবানীপুর, রাসবিহারী, বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র।

দক্ষিণ কলকাতা লোকসভা আসনে ২০১৯ এর ভোটের ফল অনুসারে

কলকাতা বন্দর বিধানসভায় ৮২,১০২ ভোট পেয়ে এগিয়ে রয়েছে তৃণমূল। বিজেপি পেয়েছিল ৪৫,৮৬৩ ভোট। সিপিএম (CPM) পায় ৩,৯৭৬ ভোট।

ভবানীপুর বিধানসভায় ৬১,১৩৭ ভোট পেয়ে এগিয়ে তৃণমূল। বিজেপি পায় ৫৭,৯৬৯ ভোট। সিপিএম পেয়েছিল ৮,৭০০ ভোট। কংগ্রেস পেয়েছিল ৪,৬৬২ ভোট।

রাসবিহারী বিধানসভায় ৫৭,৯৭৬ ভোট পেয়ে এগিয়ে বিজেপি। তৃণমূল পায় ৫২,৫৫ ভোট। সিপিএম ১৬,৩৬৪ ও কংগ্রেস ৪,৩৯২ ভোট পেয়েছিল।

বালিগঞ্জ বিধানসবায় ৯৭,৩০২ ভোট পেয়ে এগিয়ে তৃণমূল। বিজেপি পায় ৪২,৮৫০ ভোট। সিপিএম ৮,৫১৮ ও কংগ্রেস ৮,৫৯১ ভোট পেয়েছিল।

সপ্তম দফায় দক্ষিণ দিনাজপুরের ৬টি আসনে ভোট। এর মধ্যে রয়েছে কুশমণ্ডি, কুমারগঞ্জ, বালুরঘাট, তপন, গঙ্গারামপুর, হরিরামপুর বিধানসভা কেন্দ্র।

২০১৯ এ বালুরঘাট লোকসভা নির্বাচনের ফলাফল অনুযায়ী

কুশমুণ্ডি বিধানসভা আসনে সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছে তৃণমূল। এই কেন্দ্রে তৃণমূলের প্রাপ্ত ভোট ৭৭,৬৪৮। বিজেপি পেয়েছিল ৭৬,৯০৮ ভোট। বাম দলের প্রাপ্ত ভোট ছিল ৮,১৬৩। কংগ্রেস পেয়েছিল ৪,৪২২ ভোট।

কুমারগঞ্জ বিধানসভায় ৮১,৫১৮ ভোট পেয়ে এগিয়ে রয়েছে তৃণমূল। বিজেপি পেয়েছে ৬২,৭৫৯ ভোট। বামেরা পেয়েছে ৯,৫১৭ ভোট ও কংগ্রেস পেয়েছে ৩,৬৬৬ ভোট।

বালুরঘাট বিধানসভায় ৮১,২৯৩ ভোট পেয়ে এগিয়ে রয়েছে বিজেপি। তৃণমূল পেয়েছে ৪২,২২৭ ভোট। বামেরা পেয়েছে ১৪,৮১৬ ভোট ও কংগ্রেস পেয়েছে ৩,১৪৫ ভোট।

তপন বিধানসভায় ৮৯,৭৩৭ ভোট পেয়ে এগিয়ে রয়েছে বিজেপি। তৃণমূল পেয়েছে ৬৬,৪৮৩ ভোট। বামেরা পেয়েছে ১২,৪৮৫ ভোট ও কংগ্রেস পেয়েছে ৩,৭৫২ ভোট।

গঙ্গারামপুর বিধানসভায় ৯২,১৩৮ ভোট পেয়ে এগিয়ে রয়েছে বিজেপি। তৃণমূল পেয়েছে ৭০,০৫৩ ভোট। বামেরা পেয়েছে ৮,৮০২ ভোট ও কংগ্রেস পেয়েছে ৩,৫২১ ভোট।

হরিরামপুর বিধানসভায় ৭৯,৯৭৮ ভোট পেয়ে এগিয়ে রয়েছে তৃণমূল। বিজেপি পেয়েছে ৭৫,০১৩ ভোট। বামেরা পেয়েছে ৯,৬১২ ভোট ও কংগ্রেস পেয়েছে ৪,৩৬১ ভোট ।

মালদার ৬ টি বিধানসভা আসনে সপ্তম দফায় ভোট। এর মধ্যে রয়েছে হবিবপুর, গাজোল, চাঁচল, হরিশচন্দ্রপুর, মালতিপুর, রতুয়া বিধানসভা।

২০১৯-এ মালদা লোকসভা আসনের নির্বাচনের ফল অনুযায়ী

হবিবপুর বিধানসভায় ১,০৭,৬৩০ ভোট পেয়ে এগিয়ে রয়েছে বিজেপি। তৃণমূল পেয়েছে ৫৩,৭৯৪ ভোট। কংগ্রেস পেয়েছে ১১,৩৯৯ ভোট। সিপিএম পেয়েছে ৮,৪৭৩ ভোট।

গাজোল বিধানসভায় ১,০৮,৩৫১ ভোট পেয়ে এগিয়ে রয়েছে বিজেপি। তৃণমূল পেয়েছে ৬৭,১৮০ ভোট। সিপিএম পেয়েছে ৫,৯৩৬ ভোট। কংগ্রেস পেয়েছে ১৮,৫৫০ ভোট।

চাঁচল বিধানসভায় ৬৪,৩৩৮ ভোট পেয়ে এগিয়ে রয়েছে কংগ্রেস। তৃণমূল পেয়েছে ৫৫,১৪৪ ভোট। বিজেপি পেয়েছে ৪৮,৯৮৭ ভোট। সিপিএম পেয়েছে ১২,১৪৪ ভোট।

হরিশ্চন্দ্রপুর বিধানসভায় ৬৩,১১৭ ভোট পেয়ে এগিয়ে রয়েছে তৃণমূল। কংগ্রেস পেয়েছে ৬০,৬০৫ ভোট। বিজেপি পেয়েছে ৪৭,৪৯০ ভোট। সিপিএম পেয়েছে ৭,৫০০ ভোট।

মালতিপুর বিধানসভায় ৬৪,৪৩৮ ভোট পেয়ে এগিয়ে কংগ্রেস। তৃণমূল পেয়েছিল ৫৮,৭৯৪ ভোট। বিজেপির পেয়াছে ৩৫,৪৮৮ ভোট । সিপিএম পেয়েছে ৪,৭১৬ ভোট।

রতুয়া বিধসনসভায় ৭৬,০০৮ পেয়ে এগিয়ে ছিল তৃণমূল কংগ্রেস। কংগ্রেস পেয়েছিল ৫৭,৯১৩ ভোট। বিজেপি পেয়েছিল ৫৫,০২৭ ভোট। সিপিএম পেয়েছিল ৭,২২২ ভোট।

মুর্শিদাবাদ জেলার ৯টি আসনে সপ্তম দফার ভোট। এর মধ্যে ফরাক্কা, সুতি, রঘুনাথগঞ্জ, সাগরদিঘি, লালগোলা, ভগবানগোলা, রানিনগর, মুর্শিদাবাদ, নবগ্রাম বিধানসভা।

২০১৯-এ মালদা দক্ষিণ লোকসভা আসনের ফল অনুসারে

ফারাক্কায় বিধানসভায় ৭৬,১০৭ ভোট পেয়ে এগিয়ে ছিল কংগ্রেস। বিজেপি পেয়েছে ৪৬,৮৮৬ ভোট। তৃণমূল পেয়েছে ৪৪,৫২৮ ভোট।

২০১৯-এ জঙ্গিপুর লোকসভা আসনের ফল অনুসারে

সুতি বিধানসভায় ৯৪,৯১১ ভোট পেয়ে এগিয়ে তৃণমূল। বিজেপি পেয়েছে ৫০,৯৫৭ ভোট। কংগ্রেস পেয়েছে ২৯,২৯০ ভোট। সিপিএম পেয়েছে ১০,২০৯ ভোট।

রঘুনাথগঞ্জ বিধানসভায় ৯৩,১৫৬ ভোট পেয়ে এগিয়ে রয়েছে তৃণমূল। বিজেপি পেয়েছে ২৮,৭২৭ ভোট। কংগ্রেস পেয়েছে ৩০,৫৯৮ ভোট। সিপিএম পেয়েছে ১৪,৯৬৪ ভোট।

সাগরদিঘি বিধানসভায় ৭৫,৩৭৪ ভোট পেয়ে এগিয়ে ছিল তৃণমূল। বিজেপি পেয়েছে ৪১,৯৬৭ ভোট। কংগ্রেস পেয়েছে ৪০,৬২৬ ও সিপিএম পেয়েছে ১২,২৯১ ভোট।

লালগোলা বিধানসভায় ৬৫,১২৮ ভোট পেয়ে এগিয়ে রয়েছে তৃণমূল। কংগ্রেস পেয়েছে ৪৬,৫৮৮ ভোট। বিজেপি পেয়েছে ২৮,১৭২ ভোট। সিপিএম পেয়েছে ২৪,৭৫৭ ভোট।

নবগ্রাম বিধানসভায় ৭৬,৫৭৪ ভোট পেয়ে এগিয়েছিল তৃণমূল। বিজেপি পেয়েছে ৫১,৭৫৭ ভোট। কংগ্রেস পেয়েছে ৪৮,০৮৯ ভোট। সিপিএম পেয়েছে ১৩,৩৮৮ ভোট।

২০১৯-এ মুর্শিদাবাদ লোকসভা আসনের ফল অনুসারে

রানিনগর বিধানসভায় ৯৪,৪৫৫ ভোট পেয়ে এগিয়ে রয়েছে তৃণমূল। কংগ্রেস পেয়েছে ৫৪,৯৯৩ ভোট। বিজেপি পেয়েছে ১৭,৪৩৫ ভোট। সিপিএম পেয়েছে ৩৩,৭২৫ ভোট।

মুর্শিদাবা বিধানদসভায় ৮০,৯৬৬ ভোট পেয়ে এগিয়ে রয়েছে বিজেপি। তৃণমূল পেয়েছে ৭৭,৫৬৭ ভোট। কংগ্রেস পেয়েছে ৩৯,২৯৭ ভোট। সিপিএম পেয়েছে ১২,৮১৪ ভোট।

পশ্চিম বর্ধমান জেলার ৯ টি বিধানসভা আসনে ভোট হচ্ছে সপ্তম দফায়।
এর মধ্যে রয়েছে পাণ্ডবেশ্বর, দুর্গাপুর পূর্ব, দুর্গাপুর পশ্চিম, রানিগঞ্জ, জামুড়িয়া, আসানসোল দক্ষিণ, আসানসোল উত্তর, কুলটি, বারাবনি বিধানসভা কেন্দ্র।

২০১৯-এ আসানসোল লোকসভা নির্বাচনের ফল অনুযায়ী

পাণ্ডেবশ্বর বিধানসভায় ৭০,২৯৬ ভোট পেয়ে এগিয়ে রয়েছে বিজেপি। তৃণমূল পেয়েছে ৬৪,২৭৫ ভোট। সিপিএম পেয়েছে ১১,৫৮৩ ভোট ।

রানিগঞ্জ বিধানসভায় ৯২,৮৮২ ভোট পেয়ে এগিয়ে রয়েছে বিজেপি। তৃণমূল পেয়েছে ৬১,১৭২ ভোট। সিপিএম পেয়েছে ১৮,৪৩৬ ভোট।

জামুড়িয়া বিধানসভায় ৭৬,০৫১ ভোট পেয়ে এগিয়ে রয়েছে বিজেপি। তৃণমূল পেয়েছে ৫৭,৯৯৯ ভোট। সিপিএম পেয়েছে ১৫,৫৪৯ ভোট।

আসানসোল উত্তর বিধানসভায় ৯৮,০২০ ভোট পেয়ে এগিয়ে রয়েছে বিজেপি। তৃণমূল পেয়েছে ৭৭,৭০৬ ভোট । সিপিএম পেয়েছে ৯,৮৪৩।

আসানসোল দক্ষিণ বিধানসভায় ১,১১,০২১ ভোট পেয়ে এগিয়ে রয়েছে বিজেপি। তৃণমূল পায় ৫৭,২০১ ভোট। সিপিএম পেয়েছিল ১৪,৩৯৪ ভোট।

কুলটিতে ১,০৫,১৭৬ ভোট পেয়ে এগিয়ে রয়েছে বিজেপি। তৃণমূলের প্রাপ্ত ভোট ৫৫,৮২৫। সিপিএম পায় ৫,৯৮৭ ভোট।

বারাবনীত বিধানসভায় ৭৯,২৮১ ভোট পেয়ে এগিয়ে রয়েছে বিজেপি। তৃণমূল পেয়েছিল ৬১,৪০৬। সিপিএম পায় ১১,৭৬১ ভোট।

২০১৯-এ বর্ধমান-দুর্গাপুর আসনে লোকসভা ভোটের ফল অনুসারে

দুর্গাপুর পূর্ব বিধানসভায় ৯০,৪৫৫ ভোট পেয়ে এগিয়ে রয়েছে বিজেপি। তৃণমূল পেয়েছে ৬৩,৮৬৪ ভোট। সিপিএম পেয়েছে ২৮,২৯৭ ভোট ।

দুর্গাপুর পশ্চিম বিধানসভায় ১,০৯,১৫৭ ভোট পেয়ে এগিয়ে রয়েছে বিজেপি। তৃণমূলের পেয়েছে ৫৯,৬৪২ ভোট। সিপিএম পেয়েছে ২২,০১১ ভোট।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.