সপ্তম দফা ভোটের আগে করোনাকালে দিলীপ, মিঠুনের সভা নিয়ে নয়া অভিযোগ, বড়সড় দাবিতে সরব তৃণমূল

কমিশনের সাফ নির্দেশ রয়েছে যে রাজনৈতিক সভায় ৫০০ এর বেশি মানুষের জমায়েত হবে না। এদিকে, সপ্তম দফা ভোটের আগে বিজেপির পর পর দুটি সভা নিয়ে সরব হয়েছে তৃণমূল। তৃণমূলের দাবি, সেই সভায় করোনাকালে কমিশনের বিধিভঙ্গ করেছেন দিলীপ ঘোষ ও মিঠুন চক্রবর্তী।

মিঠুনের সভায় তুমুল ভিড়!

সপ্তম দফা ভোটের আগে মালদহের বৈষ্ণবনগরে সভা করেন মিঠুন চক্রবর্তী। এই সভায় ৫০০ এর বেশি মানুষ জমায়েত করেন বলে অভিযোগ ওঠে। তৃণমূলের তরফে সৌগত রায়ের অভিযোগ, কমিশন বিজেপির কথায় চলে। গোটা দেশ যখন করোনার সঙ্গে প্রাণপন লড়াই করছে, তখন বিজেপি রাজনীতি করছে। এদিকে মিঠুনের সভা নিয়ে ইতিমধ্যেই প্রশাসনিকস্তরে এফআইআর দায়ের হয়েছে।

দিলীপ ঘোষের সভা

দক্ষিণ দিনাজপুরের কুসমাণ্ডিতে সভা ছিল দিলীপ ঘোষের। তৃণমূল সেই সভা নিয়ে কমিশনের দ্বারস্থ হয়েছে বিধিভঙ্গের অভিযোগে। দিলীপ ঘোষের সভায় ৫০০ এর বেশি মানুষের জমায়েত হয়েছিল বলে দাবি করেছে তৃণমূল। মমতা শিবিরের দাবি, কুমারগঞ্জের সভাতেও দিলীপ ঘোষরা এভাবেই নির্বাচনী বিধিভঙ্গ করেন। মমতা শিবিরের দাবি, এতে বগু লোকের জীবন বিপন্ন করেছেন বিজেপির রাজ্য সভাপতি।

তৃণমূলের তাবড় দাবি

তৃণমূলের দাবি, বিজেপির স্টার প্রচারক মিঠুন চক্রবর্তীর প্রচার সভার অনুমতি প্রত্যাহার করুক কমিশন। একইভাবে বঙ্গবিজেপি প্রধান দিলীপ ঘোষের সভাও বন্ধ করতে হবে বলে সরব হয়েছেন সৌগত রায়রা। প্রসঙ্গত, কমিশনের কাছে এই নিয়ে গতকাল পর্যন্ত ৩ টি অভিযোগ জমা পড়েছে।

বাংলায় ভয়াবহ করোনা পরিস্থিতি

এদিকে, ২৪ এপ্রিলের রিপোর্টে জানানো হয়েছে শেষ ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ১৪২৮১ জন। মোট আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত ছিল ৭ লক্ষ ১৩ হাজার ৭৮০ জন। এদিন ১৪২৮১ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লক্ষ ২৮ হাজার ৬১ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১০৮৮৪। এদিন মৃত্যু হয়েছে ৫৯ জনের।