বিধ্বংসী জাড্ডু
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে শেষ ওভার করতে আসেন এবারের আইপিএলে সর্বাধিক উইকেটশিকারী হর্ষল প্যাটেল। তাঁর এক ওভারে ৩৭ রান নিয়ে দলকে চার উইকেটে ১৯১ রানে পৌঁছে দিলেন রবীন্দ্র জাদেজা। মিডল স্টাম্পে গুড লেংথের প্রথম বলে ছক্কা হাঁকালেন লং অন ডিপ মিড উইকেটের মাঝখান দিয়ে। ইয়র্কার ঠিকমতো দিতে না পেরে পরেও বলেও ছক্কা হজম করলেন হর্ষল। তৃতীয় বলটি কোমরের উপর আসায় নো বল, সেটিও জাদেজা ওড়ালেন ছক্কা মেরে। পরের বল ফ্রি হিট। পুল করে ডিপ মিড উইকেট অঞ্চল দিয়ে আরেকটা ছক্কা। টানা চারটি ছক্কার পর ওভারের চতুর্থ বলটি লো ফুট টস রাখেন হর্ষল। একস্ট্রা কভারে ঠেলে দুই রান। পঞ্চম বলে আবার ছক্কা! ওভারের পঞ্চম ছক্কাটি ফুল টস ছিল, লং অন অঞ্চল দিয়ে ছক্কা হাঁকান জাড্ডু। শেষ বলে চার মারেন। ৩৭ রান নিয়ে এই ওভারেই অর্ধশতরান পূর্ণ করার পাশাপাশি ২৮ বলে ৬২ করে অপরাজিত থাকেন জাদেজা।
ছবি- বিসিসিআই/আইপিএল
সর্বাধিক রান
আইপিএলে ওক ওভারে সর্বাধিক রানের রেকর্ডটি এতদিন ছিল ক্রিস গেইলের দখলে। সেটিতে থাবা বসালেন জাদেজা। ২০১১ সালের ৮ মে বেঙ্গালুরুতে কোচি টাস্কার্স কেরালার বিরুদ্ধে ওই রেকর্ডটি গড়েন গেইল। আরসিবি-র হয়ে ব্যাট করতে নেমে ম্যাচের তৃতীয় তথা প্রশান্ত পরমেশ্বরনের প্রথম ওভারে ৩৭ রান নিয়েছিলেন গেইল।
ছবি- বিসিসিআই/আইপিএল
জাদেজা এগিয়ে ছক্কায়
প্রশান্ত পরমেশ্বরনের সেই ওভারে চারটি ছক্কা হাঁকিয়েছিলেন গেইল। সেই ম্যাচেও জাদেজার মতোই একটি নো বলে ছক্কা মারেন তিনি। তবে চার মেরেছিলেন তিনটি। জাদেজা এদিন ৩৭ রান তোলার ফাঁকে পাঁচটি ছক্কা মারেন। একটি চার মারেন এবং একটি বলে দুই রান সংগ্রহ করেন।
ছবি- বিসিসিআই/আইপিএল
অধরা বিশ্বরেকর্ড
টি ২০ ক্রিকেটে এক ওভারে সবচেয়ে বেশি রানের রেকর্ডটি এক রানের জন্য স্পর্শ করতে পারলেন না জাদেজা। সেই রেকর্ডটি আবার রয়েছে স্কট স্টাইরিশের দখলে। ২০১২ সালে সালে গ্লস্টারশায়ারের বিরুদ্ধে ৩৭ বলে শতরান করেছিলেন তিনি। সেই ম্যাচে ১৮তম ওভারে জেমস ফুলার বল করতে এলে স্টাইরিস ৩৮ রান সংগ্রহ করেন। সেই ওভারে একটি ডট বল থাকলেও নো বল ছিল দুটি। জাদেজা শেষ বলে ছক্কা মারতে পারলে টি ২০-তে এক ওভারে সবচেয়ে বেশি রানের রেকর্ডটিও ভেঙে দিতে পারতেন।
ছবি- বিসিসিআই/আইপিএল