রাজ্যের প্ল্যান্ট থেকে অন্যত্র অক্সিজেন পাঠানো বন্ধ হোক, সঙ্কটের মাঝেই মোদীকে চিঠি মুখ্যমন্ত্রীর

অন্যান্য রাজ্যের মত অক্সিজেন সঙ্কট তীব্র আকার ধারণ করেছে তামিলনাড়ুতেও। এদিকে রাজ্য সরকারের অভিযোগ সেখানে চাহিদা থাকা সত্ত্বেও তামিলনাড়ুর একাধিক প্ল্যান্ট থেকে অক্সিজেন ভিন রাজ্যে পাঠিয়ে দেওয়া হচ্ছে। যার জেরে বাড়ছে উদ্বেগ। এদিন এই অভিযোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ই পালিনীস্বামী। একইসাথে ওই চিঠিতেই তামিলনাড়ুর প্ল্যান্ট থেকে অক্সিজেন অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় পাঠানো বন্ধেরও দাবি জানান তিনি।

পালিনীস্বামীর দাবি বর্তমানে গোটা রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। যার জেরে ব্যাপক পরিমাণে মেডিকেল অক্সিজেনের প্রয়োজন পড়ছে। পরিস্থিতি যা তাতে চাহিদা বর্তমানে ৪৫০ মেট্রিক টনের কোটা ছুঁয়ে ফেলেছে। সেখানে রাজ্যে উৎপাদন হয় মাত্র ৪০০ মেট্রিক টন। এই ঘাটতির বাজারেও যদিও রাজ্যের অক্সিজেন অন্যত্র পাঠিয়ে দেওয়া হয় তাতে পরিস্থিতি সামাল দেওয়া মুশকিল হবে বলে দাবি করেন তিনি। এদিকে পালানিস্বামীর চিঠির পরেই জোর চর্চাও শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

একটানা ৭ দিন অক্সিজেনের অভাবে ধুঁকছে রাজধানী, মৃত্যুপুরীতে পরিণত হচ্ছে একের পর এক হাসপাতাল

এদিকে গত ২৪ ঘণ্টায় গোটা রাজ্যে করোনার কবলে পড়েছেন ১৪ হাজার ৮৪২ জন। আর তার সাথে সাথেই রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা ছুঁয়ে ফেলেছে ১ লক্ষের গণ্ডি। যা প্রথম পর্বের সর্বোচ্চ সংক্রমণের থেকে কয়েক গুণ বেশি বলেই জানা যাচ্ছে। যার ফলে গোটা রাজ্যেই অক্সিজেনের চাহিদা আকাশ ছোঁয়া। এমনকী এবারের সংক্রমণে রোগীদের শ্বাস কষ্টের সমস্যা বেশি থাকাতেও বাড়চে চাহিদা। সব থেকে বেশি খারাপ অবস্থা চেন্নাইয়ের। এদিকে গত ২৪ ঘণ্টায় গোটা রাজ্যে ৮০ জন মানুষের প্রাণ কেড়েছে করোনা।