নয়াদিল্লি: করোনা আবহে ফের একবার রাহুল গান্ধীর নিশানায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর মন কি বাত অনুষ্ঠানকে তীব্র কটাক্ষ কংগ্রেস নেতার। টুইটে মোদীকে বিঁধে এদিন রাহুল লিখেছেন, ‘‘সিস্টেম ব্যর্থ, সুতরাং জন কি বাত-এর এটাই গুরুত্বপূর্ণ সময়৷’’ দলের কর্মীদের প্রতি তাঁর আহ্বান, ‘‘এই কঠিন সময়ে দায়িত্বপূর্ণ নাগরিকদেরই প্রয়োজন দেশের৷ কংগ্রেস কর্মীদের আবেদন করছি, সব রাজনৈতিক কর্মসূচি ছাড়ুন৷ শুধুমাত্র দেশবাসীর পাশে দাঁড়ান৷ তাঁদের যন্ত্রণা থেকে মুক্ত হতে সাহায্য করুন। কংগ্রেস পরিবারের এটাই ধর্ম।’’

করোনাকালে আজ ফের একবার মন কি বাত অনুষ্ঠান করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনা যুদ্ধে শরিক প্রথম সারির একাধিক চিকিৎসক, নার্সদের সঙ্গে এই অনুষ্ঠানে এদিন কথা বলেছেন প্রধানমন্ত্রী। দেশ কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে বলে মনে করেন প্রধানমন্ত্রী। করোনা মোকাবিলায় কেন্দ্র ও রাজ্য সরকারগুলিকে একসঙ্গে কাজ করার আহ্বান মোদীর। এদিন তিনি বলেন, ‘‘কেন্দ্র ও রাজ্য সরকারকে একসঙ্গে কাজ করতে হবে৷ করোনা মোকাবিলায় রাজ্য়ের পাশে রয়েছে কেন্দ্র। করোনার বিরুদ্ধে লড়াইয়ে জিততেই হবে৷ রাজ্য় সরকারগুলি সহযোগিতা করুক৷ করোনা মোকাবিলায় সবরকম চেষ্টা করা হচ্ছে৷’’

করোনা আবহে প্রধানমন্ত্রীর এই মন কি বাত অনুষ্ঠানকে এদিন কটাক্ষ করেছেন রাহুল গান্ধী। তাঁর কথায়, ‘‘করোনা মোকাবিলায় সব পরিকল্পনা ব্যর্থ হয়েছে।’’ প্রধানমন্ত্রীকে বিঁধে এদিন টুইটে রাহুল গান্ধী লিখেছেন, ‘‘সিস্টেম ব্যর্থ, সুতরাং জন কি বাত-এর এটাই গুরুত্বপূর্ণ সময়৷’’ দেশের এই দুর্দিনে সব রাজ্যে দলের কর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে আবেদন করেছেন রাহুল। টুইটে এপ্রসঙ্গে সোনিয়া-পুত্র লিখেছেন, ‘‘এই কঠিন সময়ে দায়িত্বপূর্ণ নাগরিকদেরই প্রয়োজন দেশের৷ কংগ্রেস কর্মীদের আবেদন করছি, সব রাজনৈতিক কর্মসূচি ছাড়ুন৷ শুধুমাত্র দেশবাসীর পাশে দাঁড়ান৷ তাঁদের যন্ত্রণা থেকে মুক্ত হতে সাহায্য করুন। কংগ্রেস পরিবারের এটাই ধর্ম।’’

লাগামছাড়া সংক্রমণ গোটা দেশে৷ আজ সকালেও চোখ কপালে তোলার মতো পরিসংখ্যান দিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। রবিবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৪৯ হাজার ৬৯১ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২ হাজার ৭৬৭ জনের। বেলাগাম সংক্রমণ গোটা দেশে।

সব মিলিয়ে রবিবার পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১ কোটি ৬৯ লক্ষ ৬০ হাজার ১৭২। ইতিমধ্যেই ১ কোটি ৪০ লক্ষ ৮৫ হাজার ১১০ জন করোনামুক্ত হয়েছেন। দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১ লক্ষ ৯২ হাজার ৩১১। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী এই মুহূর্তে দেশে করোনা অ্যাক্টিভ কেস ২৬ লক্ষ ৮২ হাজার ৭৫১। এখনও পর্যন্ত দেশের ১৪ কোটি ৯ লক্ষ ১৬ হাজার ৪১৭ জনের টিকাকরণ হয়েছে।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.