প্রকাশ্যে ভারতের সমর্থনে গলা ফাটিয়ে একাধিকবার বিতর্কে জড়িয়েছেন শোয়েব আখতার। আবার সেই প্রতিবেশী দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার হুংকারও শোনা গিয়েছে প্রাক্তন পাকিস্তানি ফাস্ট বোলারের গলায়। এহেন মিশ্র ব্যক্তিত্বের রাউলপিন্ডি এক্সপ্রেস আবারও দাঁড়াল ভারতের পাশে। করোনা ভাইরাসের তুমুল স্রোতে অক্সিজেনের অভাবে ভোগা নরেন্দ্র মোদী দেশকে সাহায্যের হেতু পাকিস্তান সরকার, নাগরিক এবং ক্রিকেট প্রেমীদের এগিয়ে আসার আর্জি জানালেন শোয়েব। যা ভাল চোখে দেখছেন না এ দেশের মানুষ।
ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৫ লক্ষ পেরিয়ে গিয়েছে। গত বছরের মার্চ থেকে এখন পর্যন্ত এ দেশে কোভিড ১৯-এ জেরে প্রাণ হারিয়েছেন প্রায় ১ লক্ষ ৯০ হাজার মানুষ। পরিস্থিতির যত অবনতি ঘটেছে, তত অক্সিজেনের জোগান দিতে নাজেহাল হতে হচ্ছে প্রশাসন। দেশের বিভিন্ন হাসপাতালে অক্সিজেনের অভাবে অক্সিজেনের অভাবে মৃত্যু হচ্ছে বহু করোনা রোগীর। উদ্বিগ্ন প্রশাসন পরিস্থিতি সামাল দিতে বিদেশ থেকে অক্সিজেন সিলিন্ডার কিনছে।
কিন্তু ভারতে প্রতিদিন যে হারে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে, তা সামাল দেওয়ার মতো অক্সিজেন সাপোর্ট যে নরেন্দ্র মোদী সরকারের কাছে নেই, তা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। এহেন পরিস্থিতিতে প্রতিবেশী দেশকে সাহায্যের আর্জি জানালেন পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার শোয়েব আখতার। নিজের ইউ টিউব চ্যানেল এবং টুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন রাউলপিন্ডি এক্সপ্রেস। তিনি জানিয়েছেন যে করোনার ব্যাপক প্রভাবে ভারতের স্বাস্থ্য ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। এহেন পরিস্থিতি বিতর্ক ভুলে সকলের এই দেশের পাশে দাঁড়ানো উচিত।
India is really struggling with Covid-19. Global support needed. Health care system is crashing. Its a Pandemic, we are all in it together. Must become each other's support.
— Shoaib Akhtar (@shoaib100mph) April 23, 2021
Full video: https://t.co/XmNp5oTBQ2#IndiaNeedsOxygen #COVID19 pic.twitter.com/vX1FCSlQjs
অক্সিজেনের অভাবে ভোগা ভারতকে সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য একটি তহবিল গঠনের কথা জানিয়েছেন শোয়েব আখতার। পাকিস্তানের সরকার, সে দেশের নাগরিক এবং ক্রিকেট ফ্যানদের তাতে সাহায্যের হাত বাড়ানোর আর্জি জানিয়েছেন রাউলপিন্ডি এক্সপ্রেস। যাকে ভাল চোখে দেখছেন না ভারতীয় নেটিজেনরা। ভারতের অভ্যন্তরীন বিষয়ে প্রাক্তন পাক ফাস্ট বোলারের এই খবরদারি পছন্দ নয় দিল্লিরও। বিপদ থেকে উদ্ধারের জন্য ভারত শত্রু পাকিস্তানের থেকে সাহায্য চাইবে না বলে বিশ্বাস অনেকের।