করোনার দ্বিতীয় স্রোতের বিধ্বংসী বিপর্যয়ের মাঝে 'মন কি বাত' -এ দেশবাসীকে বড় বার্তা মোদীর

দেশ এই মুহূর্তে করোনার বিধ্বংসী দ্বিতীয় স্রোতের সঙ্গে লড়ছে। এদিনও দেশে করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে তিন লাখ পার করেছে। এই পরিস্থিতিতে 'মন কি বাত' অনুষ্ঠানে এদিন দেশবাসীর উদ্দেশে একাধিক বক্তব্য রাখেন নরেন্দ্র মোদী। প্রসঙ্গত, 'মন কি বাত' অনুষ্ঠানের আগের পর্বগুলিতে প্রযুক্তি থেকে কৃষি নিয়ে বড় বার্তা দিলেও, এবার প্রধানমন্ত্রী যে তাঁর বক্তব্যে করোনাকে অগ্রাধিকার দেবেন, সেবিষয়ে গুঞ্জন ছিল সমস্ত মহলে। 'মন কি বাত ২.০' এডিশনে এদিন ২৩ তম পর্বে মোদী যা বললেন।

হালকা কোভিডে অক্সিজেনের মনিটারিং দরকার। তিন ধরনের কোভিড আছে। অল্প , মধ্যম ও তীব্র কোভিড। রেমডেসিভির নিলে তীব্রতা কমে। তবে ওই ওষুধের জন্য দৌড়ানো ঠিক নয়। প্রাণায়মের দ্বারা ফুসফুস ঠিক রাখা জরুরি।

  • নরেন্দ্র মোদী কথা বলেন শ্রীনগরের চিকিৎসক নাভিদের সঙ্গে। এই চিকিৎসক বলেন, প্রথমে স্বাভাবিকভাবেই ভয়ের বাতারণ ছিল শ্রীনগরে। সময়ের সঙ্গে সঙ্গে বোঝা গিয়েছে করোনা বিধি মানলে নিজেকে সুরক্ষিত রাখা যায়। চিকিৎসক বলেন, আতঙ্কিত না হয়ে করোনা বিধি মানা জরুরি।