পরিসংখ্যানে এগিয়ে
এখনও অবধি চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর পরস্পরের মুখোমুখি হয়েছে ২৭ বার। ১৭ বার জিতেছেন সিএসকে। আরসিবি জিতেছে ৯টি ম্যাচে। একটি ম্যাচের ফয়সালা হয়নি। গত বছরের আইপিএলে প্রথম সাক্ষাতে আরসিবি ৩৭ রানে জিতেছিল। গত আইপিএলে ধোনিরা হতাশাজনক পারফরম্যান্স উপহার দিলেও শেষ সাক্ষাতটি অবশ্য ৮ উইকেটে জিতেছিল চেন্নাই সুপার কিংস।
(ছবি- বিসিসিআই/আইপিএল)
অপ্রতিরোধ্য আরসিবি
এবারের আইপিএলে এখনও অবধি চারটি ম্যাচের চারটিতেই জিতেছে বিরাট কোহলির আরসিবি। কাল জিতলেই তারা স্পর্শ করবে এক বিরল নজির। ২০১৫ সালে রাজস্থান রয়্যালস প্রথম পাঁচটি ম্যাচের পাঁচটিতেই জিতেছিল। বিরাটদের সামনে সেই রেকর্ড স্পর্শ করার হাতছানি। গ্লেন ম্যাক্সওয়েল, এবি ডি ভিলিয়ার্সরা তো দারুণ ফর্মে। আগের ম্যাচে দলকে ১০ উইকেটে জয় এনে দিয়েছেন বিরাট কোহলি ও দেবদত্ত পাড়িক্কাল। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আগের ম্যাচেই এবারের আইপিএলে সব দলের মধ্যে দ্বিতীয় তথা আরসিবি-র হয়ে প্রথম শতরানটি করেছেন দেবদত্ত। প্রথম অর্ধশতরান করে ৬ হাজার আইপিএল রানের নজির গড়েছেন বিরাট কোহলিও। সবমিলিয়ে দারুণ ছন্দে রয়েছে আরসিবি। প্রথম একাদশে তাই পরিবর্তনের সম্ভাবনা নেই। আরসিবি যে দল নিয়ে নামতে পারে তা হলো: বিরাট কোহলি (অধিনায়ক), দেবদত্ত পাড়িক্কাল, শাহবাজ আহমেদ, গ্লেন ম্যাক্সওয়েল, এবি ডি ভিলিয়ার্স (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, কাইল জেমিসন, হর্ষল প্যাটেল, কেন রিচার্ডসন, যুজবেন্দ্র চাহাল, মহম্মদ সিরাজ
(ছবি- বিসিসিআই/আইপিএল)
চতুর্থ জয়ের লক্ষ্য়ে চেন্নাই
টানা তিনটি ম্যাচ জিতে আত্মবিশ্বাসী মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস চতুর্থ জয়ের মাধ্যমে পয়েন্ট তালিকার শীর্ষস্থান পুনর্দখল করতে চাইবে। পাওয়ারপ্লে-তে কেকেআরের ৫ উইকেট ফেলে দিয়েছিল সিএসকে। এমনকী রাসেল, কার্তিক, কামিন্সদের আক্রমণাত্মক ব্যাটিং সত্ত্বেও স্নায়ুযুদ্ধ জিতেছে অসাধারণ ফিল্ডিং আর বোলিংয়ের মাধ্যমে। চাপের মুখেও ধোনির ফিল্ড প্লেসিং ও বোলিং চেঞ্জ বিশেষজ্ঞদের প্রশংসা কুড়িয়েছে। আরসিবি-র শক্তিশালী ব্যাটিং লাইন আপের সামনে ফের একই ধরনের পরীক্ষার মুখে পড়তে হতে পারে স্যাম কারান, দীপক চাহার, রবীন্দ্র জাদেজা, লুঙ্গি এনগিডিদের। ডেথ ওভারে শার্দুল ঠাকুরকেও চেনা ছন্দে পেতে চাইবে চেন্নাই। তবে ব্য়াট হাতে ঋতুরাজ গায়কোয়াড় ও মঈন আলির ফর্ম দলকে অনেক স্বস্তিতে রেখেছে। ধোনিদের প্রথম একাদশও অপরিবর্তিত থাকার সম্ভাবনা। চেন্নাই সুপার কিংস যে দল নিয়ে নামতে পারে তা হলো: ফাফ দু প্লেসি, ঋতুরাজ গায়কোয়াড়. মঈন আলি, সুরেশ রায়না, অম্বাতি রায়ুডু, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), স্যাম কারান, শার্দুল ঠাকুর, লুঙ্গি এনগিডি, দীপক চাহার।
(ছবি- বিসিসিআই/আইপিএল)
ধোনি-বিরাট দ্বৈরথ
আইপিএলে আরসিবি-র ব্যাটসম্যানদের মধ্যে সিএসকে-র বিরুদ্ধে সবচেয়ে বেশি রান করেছেন অধিনায়ক বিরাট কোহলি (৯০১)। চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিই আবার আরসিবি-র বিরুদ্ধে সবচেয়ে বেশি (৭৩৫) রান করেছেন। সিএসকে-র বিরুদ্ধে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন যুজবেন্দ্র চাহাল (১২)। আরসিবি-র বিরুদ্ধে সিএসকে-র সফলতম বোলার ডোয়েইন ব্র্যাভো (১৩ উইকেট), তাঁকে অবশ্য আগের ম্যাচে বিশ্রাম দিয়ে লুঙ্গি এনগিডিকে খেলিয়েছে চেন্নাই। ১১টি টি ২০ ম্যাচে রবীন্দ্র জাদেজা পাঁচবার ম্যাক্সওয়েলকে আউট করেছেন রবীন্দ্র জাদেজা। তাই ফর্মে থাকা ম্যাক্সওয়েলকে থামাতে জাড্ডুই হতে পারেন ধোনির বড় ভরসা। অন্যদিকে, মঈন আলি, সুরেশ রায়না, অম্বাতি রায়ুডুর স্পিনারদের বিরুদ্ধে সাফল্য ও শর্ট বলে দুর্বলতার কথা ভেবে রিচার্ডসন ও জেমিসনে আস্থা রাখতে পারেন বিরাট।
(ছবি- বিসিসিআই/আইপিএল)