রাষ্ট্রীয় টেলিকম সংস্থা বিএসএনএল তাদের প্রিপেড এবং ব্রডব্যান্ড গ্রাহকদের জন্য বেশ কিছু পরিকল্পনা সংশোধন করেছে। সম্প্রতি এই টেলিকম সংস্থা তাদের ৩৬৭ টাকার প্রিপেড প্ল্যান পরিবর্তন করে রেখেছে ৩৯৭ টাকায়। এর মানে কোম্পানি তাদের পরিকল্পনাটির ওপর ৩০ টাকা অধিক দাম বাড়িয়েছে। উল্লেখযোগ্যভাবে এই পরিকল্পনাটি একবছরের বৈধতার সঙ্গে আসে, কারণ এটি গ্রাহকদের সিমকার্ডগুলি সক্রিয় রাখতে সাহায্য করে থাকে।

বিএসএনএল ৩৯৭ টাকার পরিকল্পনায় গ্রাহকদের দিচ্ছে ৬০ দিনের জন্য আনলিমিটেড কল, এবং দৈনিক ২ জিবি ডাটা পরিষেবা। ২ মাসের জন্য এই সুবিধাগুলো মিললেও বৈধতা থাকবে একবছর। পাশাপাশি এই একই সময়ের জন্য গ্রাহক পাবে পার্সোনালাইজড রিংব্যাক টোন এবং ১০০ টা করে এসএমএস-এর সুবিধা। পরিকল্পনাটি চালিয়ে যেতে চাইলে গ্রাহকদের ভাউচারে যেতে হবে।

এছাড়াও বিএসএনএল-এর ১,৯৯৯ টাকার পরিকল্পনায় গ্রাহকরা পেয়ে থাকে ৩ জিবি ডাটা সঙ্গে দৈনিক ১০০ টা এসএমএস এবং আনলিমিটেড কলের সুবিধা। পরিকল্পনাটি বিএসএনএল তাদের কুড়িটি চেনা জায়গার মধ্যে উপলব্ধ করেছে।

কল এবং ডাটা পাশাপাশি গ্রাহকরা পাবে এক বছরের জন্য এরজ নাও এবং দুমাসের জন্য লকধুনের মতো পরিষেবাগুলি। দিল্লি এবং মুম্বাই ছাড়াও এমটিএনএল-এ বিনামূল্যে কল করার সুবিধা মিলবে গ্রাহকদের। বিএসএনএল টিউন এবং গান পরিবর্তনের সুবিধাও রয়েছে ১,৯৯৯ টাকার পরিকল্পনায়।

অন্যদিকে ভারতের তিন বড় টেলিকম সংস্থা এয়ারটেল, রিলাইন্স জিও এবং ভিআই বার্ষিক পরিকল্পনাগুলি বিএসএনএলের থেকে বেশ ব্যয়বহুল। এয়ারটেল টেলিকম সংস্থাটি বার্ষিক তিনটি পরিকল্পনা সরবরাহ করে থাকে যা ১,৪৯৮ টাকা, ২৪৯৮ টাকা এবং ২,৬৯৮ টাকা।

গ্রাহকরা এই পরিষেবা উপভোগ করতে পারবে আনলিমিটেড কলের মতো সুবিধা এবং প্রতিদিন ২ জিবি ডেটা। এয়ারটেল এই পরিকল্পনার মেয়াদ রেখেছে ৩৬৫ দিন। পাশাপাশি অন্তর্ভুক্ত করা হয়েছে ১০০ টি এসএমএসএর সুবিধাও।

ভারতের আরেকটি বড়ো টেলিকম সংস্থা রিলায়েন্স জিও তাদের বার্ষিক পরিকল্পনায় অন্তর্ভুক্ত করেছে ২,৩৯৯ টাকা এবং ২,৫৯৯ টাকা প্ল্যান। এই সংস্থা গ্রাহকদের দিচ্ছে প্রতিদিন ২ জিবির ডেটা এবং ১০০ টা এসএমএস ৩৬৫ দিনের জন্য। এছাড়া গ্রাহকরা ডিজনি প্লাস হটস্টার, জিও টিভির মতো বিনোদনমূলক অ্যাপ্লিকেশনগুলো পাবে। ভিআই তাদের বার্ষিক পরিকল্পনা হিসেবে ১,৪৯৯ টাকা, ২,৩৯৯ টাকা, ২৫৯৫ টাকা তিনটি প্ল্যান চালু করেছে। এই টেলিকম সংস্থা তাদের পরিকল্পনা অন্তর্ভুক্ত করেছে আনলিমিটেড কলিং এর সঙ্গে ১ বছরের জন্য জি ৫ ফ্রি সাবস্ক্রিপশনের সুবিধা।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.