কোভ্যাক্সিনের দাম সামনে আনল ভারত বায়োটেক, আকাশ ছোঁয়া দামে পকেট পুড়বে আমজনতার

গোটা দেশে করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। দৈনিক করোনাতে সংক্রমণের হার ছাড়িয়ে গিয়েছে ৩ লক্ষেরও বেশি। এই অবস্থায় আগামী ১ তারিখ থেকে প্রাপ্ত বয়স্ক হলেই করোনার টিকা দেওয়া হবে। এমনটাই ঘোষণা করা হয়েছে। ফলে টিকা নেওয়ার চাপ বাড়বে।

তবে টিকা পাওয়া যাচ্ছে না বলে একটা অভিযোগ আসতে শুরু করেছে একাধিক রাজ্য থেকে। বাংলাতেও সেই ছবিটা এক। এই অবস্থায় কোভিশিল্ডের পর এ বার সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলির জন্য কোভ্যাক্সিনের দাম প্রকাশ্যে আনল ভারত বায়োটেক।

কোভ্যাক্সিনের দাম নিয়ে কি বলছেন ভারত বায়োটেক

শনিবার রাতে দেশীয় এই সংস্থার পক্ষ থেকে কোভিড টিকার দাম প্রকাশ্যে আনা হয়েছে। তাৎপর্যপূর্ণভাবে দেখা যাচ্ছে, সেরামের তুলনায় ভারত বায়োটেকের ভ্যাকসিনের দাম অনেকটাই বেশি। ভারত বায়োটেকের পক্ষ থেকে জানানো হয়েছে, সেরামের মতোই কেন্দ্রীয় সরকারকে ১৫০ টাকাতেই প্রতি ডোজ ভ্যাসকিন বিক্রি করবে এই সংস্থা। কিন্তু রাজ্য সরকারগুলিকে দেওয়া হবে ৬০০ টাকার বিনিময়ে। যা সেরামের তুলনায় ২০০ টাকা বেশি। অন্যদিকে বেসরকারি হাসপাতালগুলির জন্য এই ভ্যাকসিনের দাম রাজ্য সরকারের তুলনায় দ্বিগুণ, অর্থাৎ ১২০০ টাকা ধার্য করা হয়েছে। বিদেশে রফতানির ক্ষেত্রে ডোজ প্রতি ১৫-২০ ডলার দাম রাখা হয়েছে। ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে কেন এত দাম তা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে বিতর্ক।

এক নজরে কোভিশিল্ডের দাম

গত কয়েকদিন আগে সেরান ইনস্টিটিউট কোভিশিল্ডের দাম সামনে আনে। বেসরকারি হাসপাতালে কোভিশিল্ডের একটা ডোজের দাম পড়বে ৬০০ টাকা। কেন্দ্রকে ডোজ দেওয়া হবে ১৫০ টাকায়। আর রাজ্যগুলিকে দেওয়া হবে ৪০০ টাকায়।

দাম নিয়ে প্রশ্ন মমতার

কেন এমন দাম তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন তুলেছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীও। তাঁরা দুজনেই করোনার টিকার এমন দাম নিয়ে প্রশ্ন তুলেছেন। এই সংক্রান্ত বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইতিমধ্যে চিঠিও লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন এমন দামের ফারাক হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। কেন্দ্রকে লেখা চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় মনে করিয়ে দিয়েছেন যে, এই মুহূর্তে দেশের মানুষের করোনার টিক বিনামূল্যে প্রয়োজন। সেখানে কেন এমন দিচারিতা।

করোনা টিকার দাম নিয়ে মুখ খুলেছে সেরাম

৬০০ টাকায় টিকা বিক্রি করার ঘোষণার পরে সমালোচনার মুখে পড়েছে আদর পুনাওয়ালার সংস্থা। বিশ্লেষকদের অভিযোগ, ৬০০ টাকা বা ৪০০ টাকায় টিকা বিক্রি করলে ভারতেই সবচেয়ে বেশি দামে প্রতি ডোজ় বিক্রি করবে সেরাম। তবে এই অভিযোগের পাল্টা যুক্তিও দিতে ছাড়েনি পুনাওয়ালার সংস্থা। টুইট করে সেরামের তরফে জানানো হয়েছে, ভুল তুলনা হচ্ছে। এখনও কোভিশিল্ড বাজারের সবচেয়ে সস্তা করোনা প্রতিষেধক। সংস্থার দাবি, কম পরিমাণে ভ্যাকসিনই ৬০০ টাকা ডোজ় প্রতি বেসরকারি হাসপাতালের হাতে তুলে দেওয়া হবে। বিবৃতিতে সেরাম জানিয়েছে, কোভিশিল্ডের দাম এখনও করোনা রোখার অন্যান্য সরঞ্জামের থেকে কম। পাশাপাশি তারা এ-ও জানিয়েছে, উৎপাদনে সহায়তা করার কারণেই ভারত-সহ অন্যান্য দেশকে কম টাকায় ভ্যাকসিন দিয়েছে সংস্থা।

বিতর্কের মধ্যেই কোভ্যাক্সিনের দাম সামনে আনল ভারত বায়োটেক

বিতর্কের মধ্যে কোভ্যাক্সিনের দাম সামনে আনল ভারত বায়োটেক। সরকারি সংস্থার তৈরি এই ভ্যাকসিনের দাম আকাশ ছোঁয়া। যা নিয়ে বিতর্ক তৈরি হবে বলেও মনে করা হচ্ছে।