আজ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএলের ম্যাচে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস। পয়েন্ট তালিকায় সাতে রয়েছে কেকেআর, শেষ তথা অষ্টম স্থানে রাজস্থান। টস জিতে ফিল্ডিং নেন রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসন। রাজস্থান রয়্যালসের প্রথম একাদশে দুটি পরিবর্তন। মনন ভোরার জায়গায় যশস্বী জয়সওয়াল, শ্রেয়স গোপালের জায়গায় জয়দেব উনাদকাট। কেকেআরে একটি পরিবর্তন। কমলেশ নাগরকোটির জায়গায় শিবম মাভি।
(ছবি- বিসিসিআই/আইপিএল)
পারস্পরিক সাক্ষাতের নিরিখে রাজস্থানের চেয়ে ১২-১০ ব্যবধানে এগিয়ে রয়েছে কেকেআর। তিন বিদেশির অনুপস্থিতিতে বেশ সমস্যায় রাজস্থান রয়্যালস। আরসিবি-র কাছে আগের ম্যাচেই ১০ উইকেটে হেরেছে সঞ্জু স্যামসনের দল। অন্যদিকে, হারের হ্যাটট্রিক করলেও কেকেআর চেন্নাইয়ের বিরুদ্ধে যে লড়াই শেষ অবধি চালিয়েছে তা থেকে পাওয়া আত্মবিশ্বাস সম্বল করেই জয় পেতে মরিয়া ইয়ন মর্গ্যানরা।
কলকাতা নাইট রাইডার্স: নীতীশ রানা, শুভমান গিল, রাহুল ত্রিপাঠি, সুনীল নারিন, ইয়ন মর্গ্যান (অধিনায়ক), দীনেশ কার্তিক (উইকেটকিপার), আন্দ্রে রাসেল, প্যাট কামিন্স, শিবম মাভি, বরুণ চক্রবর্তী, প্রসিদ্ধ কৃষ্ণ
রাজস্থান রয়্যালস: জস বাটলার, যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), শিবম দুবে, ডেভিড মিলার, রিয়ান পরাগ, রাহুল তেওয়াটিয়া, ক্রিস মরিস, জয়দেব উনাদকাট, চেতন সাকারিয়া, মুস্তাফিজুর রহমান