মহিলা নিগ্রহ কাণ্ডে গ্রেফতার হয়ে জামিনে ছাড়া পাওয়া রায়ান গিগসের হাত থেকে ওয়েলস দলের ম্যানেজার পদ কেড়ে নেওয়া হল। আপাতত ২০২১ সালের ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপে গিগসকে ছাড়াই মাঠে নামতে হবে গ্যারেথ বেল শিবিরকে। পরিস্থিতি অনুকূল থাকলে টুর্নামেন্ট শেষ হওয়ার পর প্রাক্তন মিডফিল্ডারকে ফের ওয়েলসের ম্যানেজার পদে ফিরিয়ে আনা হতে পারে বলে জানানো হয়েছে।
৪৭ বছরের রায়ান গিগসের বিরুদ্ধে তাঁর ২০ বছরের তরুণীকে নিগ্রহের সাধারণ অভিযোগ উঠেছিল। ৩০ বছর বয়সী অন্য এক মহিলাকে শারীরিক নিগ্রহের অভিযোগ উঠেছিল প্রাক্তন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ও ওয়েলস ফুটবলারের বিরুদ্ধে। এই দুই অভিযোগকে ঘিরে মামলার প্রেক্ষিতে ২০১৯ সালের নভেম্বরে গিগসকে গ্রেফতার করেছিল পুলিশ। জামিনে ছাড়াও পেয়ে গিয়েছিলেন ওয়েলেস দলের ম্যানেজার। তাতে শাস্তি থেকে পুরোপুরি রেহাই পেলেন না ম্যান ইউ লেজেন্ড।
শাস্তির খাড়া মাথা পেতে নিয়েও নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন রায়ান গিগস। বলেছেন যে বিচারব্যবস্থার প্রতি তাঁর সম্পূর্ণ আস্থা রয়েছে। তিনি এই শাস্তির বিরুদ্ধে আদালতে আবেদন করবেন বলেও জানিয়েছেন প্রাক্তন ওয়েলস ফুটবলার। উল্লেখ্য আগামী ২৮ এপ্রিল মহিলা নিগ্রহ কাণ্ডে ম্যাঞ্চেস্টার অ্যান্ড সালফোর্ড ম্যাজিস্ট্রেটস কোর্টে হাজিরা দেওয়ার কথা রয়েছে রায়ান গিগসের।
১৯৯০ থেকে ২০১৪ সাল পর্যন্ত ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে ৬৭২টি ম্যাচ খেলেছেন রায়ান গিগস। ১১৪টি গোল করেছেন এই প্রাক্তন মিডফিল্ডার। ১৯৯১ থেকে ২০০৭ পর্যন্ত ওয়েলসের হয়ে ৬৪টি ম্যাচ খেলে ১২টি গোল করেছেন গিগস। ২০১৮ সালের ওয়েলস ফুটবল দলের ম্যানেজার নিযুক্ত হন রায়ান। তার আগে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের অন্তর্বর্তী ও সহকারি প্রশিক্ষকের দায়িত্ব পালন করেছিলেন গিগস।