মুর্শিদাবাদ দখল করতে প্রশাসনকে কাজে লাগাচ্ছেন মমতা, কমিশনে বিস্ফোরক অধীর! বিধিভঙ্গের অভিযোগে নালিশ বিজেপিরও

নির্বাচনের একেবারে শেষলগ্নে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee) বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন প্রদেশ কংগ্রেস (congress) সভাপতি অধীর চৌধুরী (adhir chowdhury)। এদিন চিঠি মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্রকে (sushil chandra) বিষয়টি নিয়ে চিঠি দিয়েছেন। অন্যদিকে বিজেপির (bjp) তরফ থেকেই একই বিষয় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদর্শ আচরণ বিধি ভঙ্গের অভিযোগ তোলা হয়েছে।

প্রশাসনকে সঙ্গে নিয়ে মুর্শিদাবাদ দখলের পরিকল্পনা

এদিন মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্রকে দেওয়া চিঠিতে অধীর চৌধুরী বলেছেন, মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বহরমপুরে ঘাঁটি গেড়েছেন। মুর্শিদাবাদ জেলাকে দখল করতে রাজ্যের আধিকারিকদের সঙ্গে পরিকল্পনা চূড়ান্ত করছেন বলেও অভিযোগ করেছেন তিনি। প্রসঙ্গত আগামী ২৬ ও ২৯ এপ্রিল সপ্তম এবং অষ্টম দফায় মুর্শিবাদাদে ভোট রয়েছে।

পঞ্চায়েত নির্বাচনের প্রসঙ্গ উল্লেখ

অধীর চৌধুরী চিঠিতে ২০১৮-তে জেলায় পঞ্চায়েত নির্বাচনের প্রসঙ্গ উল্লেখ করে বলেছেন, শাসকদল নির্বাচনী প্রক্রিয়াটাকেই দখল করে রিগিং করেছিল। পাশাপাশি তিনি ২০১৯-এর কথা উল্লেখ করে বলেছেন, বুথ এজেন্টদের স্থানীয় প্রশাসন হয়রানি করেছে এবং হুমকি দিয়েছে। তৃণমূলের বিরুদ্ধে ভোট লুটের অভিযোগও তুলেছেন তিনি।

মুর্শিদাবাদের ভোটারদের গণতান্ত্রিক অধিকার হরণের পরিকল্পনা

২০২১-এও ওই একই পরিস্থিতি তৈরি করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদের ভোটারদেরপ গণতান্ত্রিক অধিকার হরণের পরিকল্পনা করতে চাইছেন বলে অভিযোগ করেছেন অধীর চৌধুরী। পুরো বিষয়টিকে গভীরে তদন্ত করে দেখে পদক্ষেপ নেওয়ার দাবি করেছেন তিনি।

একই বিষয় নিয়ে কমিশনে বিজেপিও

অন্যদিকে কমিশনে চিঠি দিয়ে একই বিষয় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলেছে বিজেপি। গেরুয়া শিবিরের তফে দাবি করা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক বিধিনিষেধ কমিশন জারি করলেও, তৃণমূল নেত্রী তা পালন করেননি। মুখ্যমন্ত্রী আধিকারিকদের প্রভাবিত করছেন বলেও অভিযোগ করেছে বিজেপি। যে সময়ে মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদে থাকার কথা নয়, সেই সময়ে সেখানে রাত্রিবাস করা নিয়েও প্রশ্ন তুলেছে বিজেপি। মুর্শিদাবাদের ভোটার না হওয়ায় তিনি সেখানে থাকতে পারেন না, দাবি করেছে বিজেপি।

রাজ্যের ওপরে দু-দুটি ঘূর্ণাবর্ত, বাংলার জেলাগুলির আবহাওয়ার রিপোর্ট একনজরে