তৃণমূলের জন্যই অভিভাবকহীন শিলিগুড়ি! সরকারে নেই, দরকারে আছি, বললেন অশোক ভট্টাচার্য

গত ১০ বছর ধরে সরকারে ক্ষমতায় নেই বামেরা। সেই পরিস্থিতিতে করোনা (coronavirus) অতিমারী। আবারও আগের বছরের সেই স্লোগান, সরকারে নেই, দরকারে আছি-কে সামনে আনলেন প্রবীণ সিপিআইএম (cpim) নেতা তথা শিলিগুড়ির সিপিএম প্রার্থী অশোক ভট্টাচার্য(ashok bhattacharya)।

অতিমারী পরিস্থিতিতেও রাজনীতি

অতিমারী পরিস্থিতি কেন্দ্রের মোদী সরকার এবং রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রাজনীতি করছে বলে অভিযোগ করেছেন অশোক ভট্টাচার্য। করোনায় সংক্রমিত হয়ে একদিকে যখন আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে, সেই পরিস্থিতিতে কেন্দ্র ও রাজ্য সরকার মানুষের সঙ্গে ফাজলামি করছে বলেও মন্তব্য করেছেন, শিলিগুড়ির প্রাক্তন মেয়র।

অভিভাবকহীন পুরসভার মানুষ

ভোটের আগেই অন্যসব পুরপ্রশাসকের মতোই শিলিগুড়ির পুরপ্রশাসকের পদে ইস্তফা দিয়েছিলেন অশোক ভট্টাচার্য। বর্তমানে শিলিগুড়িতে নির্বাচিত প্রশাসকমণ্ডলী নেই। যা নিয়ে কটাক্ষ করে অশোভ ভট্টাচার্য বলেছেন, সঠিক সময়ে নির্বাচন না হওয়ায় অভিভাবকহীন শিলিগুড়ি এলাকার মানুষ। তবে শুধু শিলিগুড়ি শহরই নয়, মহকুমা পরিষদ থেকে শুরু করে পঞ্চায়েত এলাকা সব জায়গাতেই একই ছবি, মন্তব্য করেছেন তিনি। অশোক ভট্টাচার্যের অভিযোগ, অতিমারী পরিস্থিতিতে পুরসভার কার্যত কোনও কাজ নেই। বিষয়টি নিয়ে তিনি তৃণমূলকেই নিশানা করেছেন।

সরকারে না হলেও, দরকারে আছি

অশোক ভট্টাচার্যর বলেছেন, সঠিক সময়ে ভোট হলে শিলিগুড়ি অভিভাকহীন থাকত না বলে মন্তব্য করেছেন তিনি। তিনি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে করোনার চিকিৎসায় ইন্ডোর স্টেডিয়ামকে চিকিৎসার কাজে ব্যবহার করা প্রয়োজন। এই পরিস্থিতিতে সরকারে না হলেও দরকারে তিনি মানুষের পাশে রয়েছেন বলে জানিয়েছেন অশোক ভট্টাচার্য। হিলকার্ট রোডের সিপিএম দলীয় দফতরে সাংবাদিক সম্মেলন করেন তিনি।

অশোক ভট্টাচার্যের অভিযোগ ওড়ালেন আধিকারিকরা

এদিকে শিলিগুড়ি পুরসভা অভিভাবকহীন, সেই অভিযোগ মানতে চাননি পুরসভার আধিকারিকরা। তাঁরা দাবি করেছেন, সংক্রমণ ঠেকাতে এবং রোগীদের পরিষেবা দিতে পদক্ষেপ গ্রহণ করছে পুরসভা।

তদন্তকারী পুলিশ অফিসারের চ্যালেঞ্জ, ষষ্ঠদফায় বাগদায় গুলিকাণ্ড নিয়ে নতুন করে বিতর্ক