বুমরাহ বনাম সিরাজ, তুল্যমূল্য মোকাবিলায় কাকে এগিয়ে রাখলেন প্রাক্তনী নেহরা?

প্রথম তিন সপ্তাহ পেরিয়ে যাওয়া আইপিএলে ব্যাটসম্যান ও বোলারদের মধ্যে তুল্যমূল্য লড়াই দেখেছে ক্রিকেট বিশ্ব। সেই দ্বৈরথের মধ্যে যে লড়াইটি অদৃশ্য, তা হল বিভিন্ন দলের তাবড় বোলারদের মধ্যে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার যুদ্ধে। এ লড়াইয়ে যে দুই বোলারের দ্বৈরথ নজর কাড়ছে, তাঁরা হলেন জসপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজ। মুম্বই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের দুই ফাস্ট বোলারের মধ্যে তুল্যমূল্য মোকাবিলায় কাকে বেশি নম্বর দিলেন প্রাক্তনী আশিষ নেহরা, জেনে নিন।

দক্ষতায় এগিয়ে সিরাজ

দক্ষতা এবং বোলিং বৈচিত্রের নিরিখে তারকা জসপ্রীত বুমরাহের থেকে তরুণ ফাস্ট বোলার মহম্মদ সিরাজকে এগিয়ে রেখেছেন প্রাক্তনী আশিষ নেহরা। শেষ তিন বছরে সিরাজ যেভাবে নিজের বোলিং অস্ত্রকে ধাঁরালো করেছেন, তা দেখে মুগ্ধ হয়েছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন বাঁ-হাতি ফাস্ট বোলার।

সব ফর্ম্যাটের বোলার

জসপ্রীত বুমরাহের মতো মহম্মদ সিরাজকেও সব ফর্ম্যাটের বোলার বলে আখ্যা দিয়েছেন আশিষ নেহরা। প্রাক্তনীর কথায়, সাদা এবং লাল চরিত্র অন্য রকম হয়। তিন ফর্ম্যাটের জন্য সব দলেও বেশকিছু বিশেষজ্ঞ ক্রিকেটার থাকেন। কিন্তু মহম্মদ সিরাজ সব ফর্ম্যাটেই নিজেকে প্রমাণ করেছেন বলে জানিয়েছেন নেহরা।

আইপিএল ২০২১-এ সিরাজের পারফরম্যান্স

চলতি আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে এখনও পর্যন্ত চারটি ম্যাচ খেলেছেন মহম্মদ সিরাজ। পাঁচটি উইকেট রয়েছে তাঁর ঝুলিতে। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৪ ওভার বল করে ২৭ রান দিয়ে নেওয়া ৩ উইকেট সিরাজের সেরা স্পেল।

আইপিএল ২০২১-এ জসপ্রীত বুমরাহের পারফরম্যান্স

চলতি আইপিএলে এখনও পর্যন্ত সেভাবে জ্বলে উঠতে পারেননি জসপ্রীত বুমরাহ। মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে ৫ ম্যাচ খেলে ফেলা সত্ত্বেও ৪ উইকেটের বেশি পাননি বুমবুম। ২৬ রান দিয়ে নেওয়া ২ উইকেট চলতি আইপিএলে বুমরাহের সেরা স্পেল।